Price Cut: 50MP সেলফি ক্যামেরা 5000mAh ব্যাটারি! Vivo V29e 5G ফোন হল আরও সস্তা

Price Cut: 50MP সেলফি ক্যামেরা 5000mAh ব্যাটারি! Vivo V29e 5G ফোন হল আরও সস্তা
HIGHLIGHTS

Vivo V30 Series লঞ্চের আগেই কোম্পানি গত বছর আসা Vivo V29e 5G স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে

এই ফোনটি দুটি স্টোরেজ মডেলে আসে- 8GB RAM + 128GB এবং 8GB RAM + 256GB স্টোরেজ

গ্রাহকরা SBI কার্ড পেমেন্টে 2000 টাকার অতিরিক্ত ছাড়ও পেতে পারেন

আপনি যদি একটি নতুন ফোন কিনবেন ভাবছেন, তবে এটাই সঠিক সুযোগ। Vivo 5G তার একটি জনপ্রিয় স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। এখানে আমরা Vivo V29e 5G ফোনের বিষয় বলছি। Vivo V30 Series লঞ্চের আগেই কোম্পানি গত বছর আসা স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে।

ভিভো V29e 5G ফোনে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি দুটি স্টোরেজ মডেলে আসে- 8GB RAM + 128GB এবং 8GB RAM + 256GB স্টোরেজ। এই স্মার্টফোনটি 26,999 টাকার শুরুর দামে আনা হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক দাম কম হওয়ার পর ফোনের নতুন দাম কত।

আরও পড়ুন: 100W ফাস্ট চার্জিং, 50MP ক্যামেরা সহ OnePlus 11R 5G ফোনে দেদার ছাড়, জানুন নতুন দাম কত

Vivo V29e 5G Smartphone New Price

Vivo V29e 5G price cut in India
এই ফোনটি দুটি স্টোরেজ মডেলে আসে- 8GB RAM + 128GB এবং 8GB RAM + 256GB স্টোরেজ

কোম্পানি এখন এই ফোনে 1000 টাকার ছাড় অফার করেছে। ছাড়ের পর, ফোনের বেস মডেলটি 25,999 টাকায় কেনা যাবে। পাশাপাশি, টপ ভ্যারিয়্যান্টের জন্য 27,999 টাকা খরচ করতে হবে।

শুধু তাই নয়, গ্রাহকরা SBI কার্ড পেমেন্টে 2000 টাকার অতিরিক্ত ছাড়ও পেতে পারেন। এর মানে, 8GB+128GB মডেলটি ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে মাত্র 23,999 টাকায় কেনা যাবে। এবং 8GB+256GB মডেলটি 27,999 টাকার বদলে 25,999 টাকায় হতে পারে আপনার।

Vivo V29e Features and Specifications

Vivo V29e Features and Specifications
কোম্পানি এখন এই ফোনে 1000 টাকার ছাড় অফার করেছে

ভিভো ফোনে 6.78 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে।

স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য Qualcomm Snapdragon 695 চিপসেট অফার করা হয়েছে।

ক্যামেরা ক্ষেত্রে ভিভো ডিভাইসে 64MP+8MP এবং 50MP সেলফি ক্যামেরা রয়েছে।

পাওয়ার দিতে স্মার্টফোনে 5000mAh ব্যাটারি এবং 44w ফ্ল্যাশ চার্জ থাকছে।

ডিভাইসটি Android 13 ভিত্তিক FunTouch OS 13 এ চলবে।

আরও পড়ুন: একধাপে 2 ফোনের দাম কমাল Redmi, 5000mAh ব্যাটারি এবং 6GB RAM সহ সস্তা ফোনের নতুন দাম জেনে নিন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo