Vivo V30
Vivo ভারতীয় বাজারে তার প্রিমিয়াম স্মার্টফোন সিরিজে Vivo V30 Series নিয়ে হাজির হয়েছে। এই সিরিজে Vivo V30 এবং Vivo V30 Pro লঞ্চ হয়েছে। লেটেস্ট ভিভো ফোনগুলি মিড-রেঞ্জ সেগামেন্টে আনা হয়েছে। Vivo V30 5G ফোনের কথা বললে, এতে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই ভিভো V30 ফোনে কী রয়েছে ফিচার।
ভিভো V30 স্মার্টফোন ভারতে তিনটি স্টোরেজ অপশনে পাওয়া যাবে।
8GB RAM + 128GB = 33,999 টাকা
8GB RAM + 256GB = 35,999 টাকা
12GB RAM + 256GB = 37,999 টাকা
ভিভো V30 প্রো ফোনটি আন্দামান ব্লু, পিকক গ্রিন এবং ক্লাসিক ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে।
আরও পড়ুন: Vivo V30 Pro: 50MP Sony Zeiss ক্যামেরা এবং 50MP সেলফি সেন্সর সহ লঞ্চ হল নতুন ভিভো ফোন, জানুন দাম
লেটেস্ট সিরিজের প্রিবুকিং শুরু হয়ে গিয়েছে। ফোনটি 14 মার্চ থেকে ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট থেকে বিক্রি করা হবে।
ভিভো ফোনে বড় 6.78 ইঞ্চি HD প্লাস AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। ফোনের স্ক্রিনে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, HDR 10 প্লাস, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া।
পারফরম্যান্সের জন্য ফোনে Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর অফার করা হয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে, ভিভো 5G ফোনে OIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি সেন্সর, একটি 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে৷ সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ফ্রন্টে একটি 50MP শ্যুটার রয়েছে।
V30 ফোনটি Android 14-এ Funtouch OS কাস্টম স্কিন আউট-অফ-দ্য়-বক্সে চলে।
এই ফোনেও পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Samsung লঞ্চ করল মাত্র 8499 টাকায় দুর্দান্ত স্মার্টফোন, রয়েছে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি