বাম্পার অফার! 44MP সেলফি ক্যামেরা সহ Vivo V21 5G ফোন কম দামে কেনার দারুন সুযোগ

বাম্পার অফার! 44MP সেলফি ক্যামেরা সহ Vivo V21 5G ফোন কম দামে কেনার দারুন সুযোগ
HIGHLIGHTS

Vivo V21 5G ফোনের দুটিই ভ্যারিয়্যান্টে 14,600 টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে

Vivo V21 5G ফোনটি মাত্র 1,025 টাকা প্রতি মাসের EMI-তে বাড়ি নিয়ে যেতে পারেন

Vivo V21 5G ফোন 8GB পর্যন্ত RAM, 44MP সেলফি ক্যামেরা সহ আরও অনেক ফিচার অফার করে

Vivo V21 5G স্মার্টফোন ভারতীয় বাজারে সম্প্রতি লঞ্চ করা হয়েছিল। এই ফোন 8GB পর্যন্ত RAM, 44MP সেলফি ক্যামেরা সহ আরও অনেক ফিচার অফার করে। আপনি যদি দুর্দান্ত ফিচার সহ 5G স্মার্টফোন কম দামে কিনতে চান তবে আপনার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। বলে দি যে ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ Vivo V21 5G ফোন অনেকগুলি অফারের সাথে কেনা যেতে পারে। আপনি চাইলে ফোনটি মাত্র 1,025 টাকা প্রতি মাসের EMI-তে বাড়ি নিয়ে যেতে পারেন। তবে আসুন জেনে নেওয়া যাক এই ফোনে কী কী অফার দেওয়া হচ্ছে…

Vivo V21 5G ফোনে মিলবে এই অফার্স:

এই ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 29,990 টাকা রাখা হয়েছে। তবে আপনি ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট 32,990 টাকায় কিনতে পারেন। দুটিই ভ্যারিয়্যান্টে 14,600 টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। গ্রাহকরা যদি তাদের পুরানো ফোনটি এক্সচেঞ্জ করে পুরো এক্সচেঞ্জ ভ্যালু পায় তবে এই ফোনের দাম যথাক্রমে 15,390 এবং 18.390 টাকায় কেনা যাবে।

পাশাপাশি EMI অপশনও দেওয়া হচ্ছে Vivo V21 5G ফোনে। গ্রাহকরা যদি নো-কস্ট EMI এর আওতায় এই ফোন কিনে থাকেন তবে তারা 4,999 টাকার 6টি EMI-তে এই ফোনটি নিতে পারেন। একই সাথে, স্ট্যান্ডার্ড EMI-এর কথা বললে ফোনটি 1,025 টাকার 36 EMI দিয়ে বাড়িতে আনা যায়। এছাড়াও থাকছে Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5 শতাংশের আনলিমিটেড ক্যাশব্যাক দেওয়া হবে।

Vivo V21 5G ফিচার্স:

ফোনে 6.44-ইঞ্চি Full HD+ E3 AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনের পিক্সেল রেজোলিউশন 2404 x 1080। এর রিফ্রেশ রেট 90Hz। এছাড়াও এর ডিসপ্লেতে Schott Xensation UP ডিসপ্লে সুরক্ষা দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এটি ARM মালি-G57 MC3 দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 এ কাজ করে। এই ফোনটি 2.4 গিগাহার্টজ অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 800U সাথে আনা হয়েছে। এতে 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। এটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যেতে পারে।

ফটোগ্রাফির জন্য ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এর প্রাইমারি সেন্সরটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f / 1.79 রয়েছে। আরও একটি 8-মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল সেন্সর রয়েছে, যার অ্যাপারচার f / 2.2 রয়েছে। তৃতীয়টি একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, যার অ্যাপারচার f / 2.2 রয়েছে। ফোনে 44-মেগাপিক্সেলের সেলফি সেন্সর রয়েছে, যার অ্যাপারচার f / 2.0 রয়েছে। ফোনে 4000mAh ব্যাটারি রয়েছে যা 33W ফ্ল্যাশচার্জ সপোর্ট করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo