Vivo V15 Pro ফোনটি ভারতে 32MP র পপ আপ ক্যামেরা আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে 28,990 টাকায় লঞ্চ হল

Vivo V15 Pro ফোনটি ভারতে 32MP র পপ আপ ক্যামেরা আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে 28,990 টাকায় লঞ্চ হল
HIGHLIGHTS

Vivo V15 Pro ফোনটি স্ন্যাপড্র্যাগন 675 SoC যুক্ত আর এই ফোনে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজে লঞ্চ করা হয়েছে

হাইলাইট

  • Vivo V15 Pro ফোনটি ভারতে লঞ্চ হল
  • এই ডিভাইসে পপ আপ ফ্রন্ট ক্যামেরার সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হেয়ছে
  • এই ফোনটি 6GB র‍্যাম আর 128GB স্টোরেজে লঞ্চ করা হয়েছে

 

আজকে ভারতে ভিভো তাদের VivoV15 Pro ফোনটি লঞ্চ করেছে এই ফোনটির সঙ্গে “বিশ্বের প্রথম” ট্যাগ লাইন দেওয়া হয়েছে। আর এই ফোনে  32MP র ফ্রন্ট ফেসিং পপ আপ ক্যামেরা আছে আর এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 SoC যুক্ত। আর এই ফোনটিতে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে আর এই ফোনটি প্রায় বেজেল লেস ফোন হিসাবে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে কোন নচ দেওয়া হয়নি আর এই ফোনটি মানে Vivo V15 Pro ফোনটির স্ক্রিন টু বডি রেশিপ 91.6 শতাংস বলা হয়েছে।

Vivo V15 pro ফোনের স্পেসিফিকেশান

Vivo V15 Pro ফোনটি 6.32 ইঞ্চির স্ক্রিন যুক্ত এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। এই ফোনটিতে একটি লাইট সেন্সার দেওয়া হেয়ছে আর এই ফোনের বডি টি স্ক্রিন রেশিও 91.64%। আর এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনটি ভারতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 প্রসেসারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটিতে আপনারা 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ পাবেন।

Vivo V15 Pro ফোনটি কোম্পানির প্রথম স্মার্টফোন যা V সিরিজের ফোন আর এই ফোনে ট্রিপেল ক্যামেরা সেটআপ দেওয়া হেয়ছে আর এওই ফোনে একটি 48MP র আর এক্তগি 8MP র আর একটি 8MP র ক্যামেরা দেওয়া হেয়ছে। আর এই ফোনের 48MP র ক্যাম্রাটি 4in 1 পিক্সাল বিনিগ ডেলিভারি করে। আর এই ফোনের সঙ্গে কোম্পানি ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা দিয়েছে। আর এই ফোনে 3700mAh য়ের ব্যাটারি আছে। এই ফোনটি ডুয়াল ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Vivo V15 Pro ফোনের দাম আর লঞ্চ অফার্স

Vivo V15 Pro ফোনটি ভারতে 6GB র‍্যাম আর 128Gb স্টোরেজে লঞ্চ করা হয়েছে আরি এই ফোনের দাম 28,990 টাকা । এই ফোনটি টপজ ব্লু আর রুবি রেড কালারে কেনা যাবে। এই ফোনটির প্রি বুকিং শুরু হয়েছে আর Vivo V15 Pro ফোনটি 6 মার্চ কিনতে পারবেন। আর এই ফোনটি অ্যামাজন, ফ্লিপকার্ট, ভিজয় সেলস, রিলায়েন্স ডিজিটাল থেকে কেনা যাবে।

লঞ্চ অফারে ফোনে HDFC কার্ডের মাধ্যমে কিনলে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে। আর এই ফোনটির সঙ্গে রিলায়েন্স জিও এর সঙ্গে 3.3tB পর্যন্ত ডাটা পফার কেছে এর জন্য জিওর 299 টাকার প্ল্যান রিচার্জ করতে হবে।

Digit.in
Logo
Digit.in
Logo