VIVO V15 PRO 8GB র‍্যাম ভেরিয়েন্ট এসে গেল, সঙ্গে এসছে V15 ফোনটিও

VIVO V15 PRO 8GB র‍্যাম ভেরিয়েন্ট এসে গেল, সঙ্গে এসছে V15 ফোনটিও
HIGHLIGHTS

29,990 টাকা দামে Vivo তাদের VIVO V15 Pro ফোনটির 8GB র‍্যাম ভেরিয়েন্ট নিয়ে এল

অ্যাকোয়া ব্লু কালারে Vivo V15 ফোনটিও 21,900 টাকায় পাওয়া যাবে

Vivo V15 ফোনটিতে সেলফির জন্য 32মেগাপিক্সালের ক্যামেরা আছে

ভারতে নিজেদের স্মার্টফোনের রেঞ্জ আরও বৃদ্ধি করা উদ্দেশ্যে এবার vivo ভারতে তাদের v15 সিরিজের ফোনের আরও দুটি নতুন ভেরিয়েন্ট নিয়ে এসেছে। Vivo V15 Proফোনটি এবার 8GB র‍্যাম ভেরিয়েন্টে ঞ্চ করা হয়েছে। আর এই ফোনটির জন্য অন্য ভেরিয়েন্ট মানে Vivo V15 ফোনটি তা অ্যাকোয়া ব্লু কালারে এসেছে। Vivo V15 ফোনটি এর আগে ফ্রোজেন ব্লু আর গ্ল্যামার রেড কালারে লঞ্চ করা হয়েছিল।

লঞ্চ অফার আর দাম

Vivo র নতুন 8GB র‍্যাম ভেরিয়েন্টটির দাম 29,900 টাকা আর সেখাএন Vivo V15 ফোনের নতুন কালার ভেরিয়েন্টের দাম 21,990 টাকা। আর কোম্পানি ইউজার্সদের জন্য দুটি ফোনের জন্যই ডিস্কাউন্ট অফার নিয়ে এসেছে। আর এর সঙ্গে আছে নো কস্ট EMI অফার আর আর বাজাজ ব্যাঙ্কের কার্ডের সঙ্গে বাজাজ ফিনান্সের সঙ্গেও পাওয়া যাচ্ছে। Jio ইউজাররা 10,000 টাকার নতুন ডিস্কাউন্ট পাচ্ছেন। আর এতে 6000 টাকার ক্যাশব্যাক 150 টাকার 40টি ভাউচার হিসাবে পাওয়া যাবে। আর এর সঙ্গে আছে “Partner Coupnos:।

VIVO V15 PRO ফোনটির স্পেসিফিকেশান

Vivo V15 Pro ফোনটি 6.39 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এর রেজিলিউশান 1080×2316 পিক্সাল। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 আর এই ফোনে আপনারা নচলেস ফুল ডিসপ্লে পাবেন। আর এইফ অনে সিকিউরিটি ফিচারে ফ্রন্টে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এই ফোনে আপনারা একটি 3,700mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 375 SoC আছে। আর এই ফোনে 6GB র‍্যামের সঙ্গে 128GB ইন্টারনেল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়।

আরে এই ফোনের ক্যামেরার বিষয়ে যদি বলি তবে ফোনটিতে ট্রিপ্লে রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যা 48MP+8MP+5MP সেন্সারের। ফোনের ফ্রন্টে একটি 32Mp র পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হেয়ছে। আর এই ফোনে কানেক্টিভিটির জন্য আপনারা ডুয়াল ন্যানো সিম স্লট, VoLTE 4G support, Wi-Fi, Bluetooth 5.0, GPS  আর 3.5mm অডিও জ্যাক আছে।

VIVO V15 ফোনটির স্পেসিফিকেশান

Vivo V15 ফোনটিতে আপনারা 6.53 ইঞ্চির স্ক্রিন পাবেন যা 2340×1080 পিক্সাল রেজিলিউশানের আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এইফ অনে আপনারা গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান পাচ্ছেন আর সঙ্গে আছে MediaTek Helio P70 octa-core chipset। আর এই ফোনে এর সঙ্গে Mali-G72 MP3 GPU, 6GB RAM আর 64GB স্টোরেজ আছে। আর এই ডিভাইসটিতে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256Gb পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে 12MP+8MP+5MP সেন্সার দেওয়া হয়েছে। আর ফ্রন্টে ফোনে 32MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটি ফানটাচ OS 9 য়ে চলে যা অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর।, আর এই স্মার্টফোনে HDR, face beauty, timelapse, panorama, bokeh mode, AI body shapingআর palm capture ও আছে। আর এই ফোনে 4,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo