ভিভো ভারতীয় বাজারে তার T-series এর আওতায় নতুন Vivo T4R 5G ফোন লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে
ভিভো কোম্পানির এর আগে Vivo T4, T4x, T4 Lite এবং T4 Ultra মডেল লঞ্চ করেছে
ভিভো টি৪আর ফোনটি হবে ভারতের সবচেয়ে পাতলা কোয়াড কার্ভড ডিসপ্লে ফোন হবে
ভিভো ভারতীয় বাজারে তার T-series এর আওতায় নতুন Vivo T4R 5G ফোন লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। কোম্পানির এর আগে Vivo T4, T4x, T4 Lite এবং T4 Ultra মডেল লঞ্চ করেছে। তবে এটি প্রথম যে কোম্পানি R সিরিজের ফোন আনছে। নতুন ভিভো টি৪আর ফোনের Flipkart এ মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ভিভো টি৪আর ৫জি ফোনে কী বিশেষ থাকবে।
ভারতে Vivo T4R 5G কবে হবে লঞ্চ
টিজারে দেখা যাচ্ছে যে নতুন স্মার্টফোন ভিভো টি৪আর ৫জি Coming Soon সহ দেখা যাচ্ছে। এছাড়া এও জানানো হয়েছে যে এটি ভারতের সবচেয়ে স্লিম কোয়াড কার্ভ ডিসপ্লে সহ আসা ফোন হবে। কোম্পানির অনুযায়ী, ডিভাইসটি 7.39mm মোটা হবে।
তবে কোম্পানির তরফে এখন পর্যন্ত লঞ্চ তারিখ নিশ্চিত করেনি, কিন্তু আশা করা হচ্ছে যে নতুন ভিভো ফোনটি জুলাই মাসে বা অগাস্ট মাসে লঞ্চ হতে পারে। এছাড়া আপকামিং ভিভো টি৪আর ফোনটি আপকামিং আইকিউ জি১০আর ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে। আইকিউ ফোনটি 24 জুলাই ভারতে আসবে।
ফিচারের কথা বললে, ভিভো টি৪আর ফোনটি হবে ভারতের সবচেয়ে পাতলা কোয়াড কার্ভড ডিসপ্লে ফোন হবে। ভিভোর এই ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 চিপসেট সহ আসবে। যার সাথে ফোনটি 8GB RAM বা 12GB RAM সহ পেয়ার করা হতে পারে।
ফোনে 6.77-ইঞ্চির FHD+ কোয়াড কার্ভড OLED ডিসপ্লে পাওয়া যাবে এতে 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে এবং HDR10 সাপোর্ট থাকবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে এতে রিয়ারে 50 মেগাপিক্সেল SOny IMX882 মেইন ক্যামেরা দেওয়া যা 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা সহ পেয়ার করা যেতে পারে। এটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসবে।
ফোনে পাওয়ার দিতে 6500mAh ব্যাটারি থাকতে পারে যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ভারতে ভিভো টি৪আর ফোনের কত দাম হবে
দামের কথা বললে, ভারতে ভিভো টি৪আর ফোনের দাম 15000 টাকা থেকে 20000 টাকা মাঝামাঝি হতে পারে। ভারতে এটি Flipkart সাইট থেক বিক্রি হবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.