Vivo T4 Ultra launching with ultra slim design and 100x Zoom camera
Vivo T4 Ultra ভারতে 11 জুন লঞ্চ করা হবে। কোম্পানি সম্প্রতি এই স্মার্টফোনের ডিজাইন এবং কালার অপশনে দেখা গেছে। এখন ভিভো তার আপকামিং ফোনের কিছু মেইন ফিচার নিশ্চিত করে দিয়েছে। এতে ডিসপ্লে, ক্যামেরা এবং চিপসেট ডিটেল থাকছে। ভিভো টি৪ আল্ট্রা ফোনে পারফরম্যান্সের জন্য দেওয়া হবে MediaTek Dimensity 9300+ এবং 1.5K কোয়াড কার্ভড ডিসপ্লে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট হবে, যেতে পেরিস্কোপ টেলিফটো শুটার থাকবে।
আপকামিং ফোনের অফিসিয়াল ল্যান্ডিং পেজ থেকে নিশ্চিত হয়েছে যে ভিভো টি৪ আল্ট্রা ফোনে 4nm অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ চিপসেট থাকবে। কোম্পানির দাবি যে ফোনটি AnTuTu বেঞ্চমার্ক টেস্টে 20 লক্ষের বেশি স্কোর করেছে। এই ডিটেল ফোনের Flipkart মাইক্রোসাইটে লিস্ট করা হয়েছে। এখান থেকে নিশ্চিত যে ভিভো টি৪ আল্ট্রা ফোনটি ফ্লিপকার্ট সহ ভিভো ই-স্টোর এবং কিছু রিটেল স্টোর থেকে কেনা যাবে।
আরও পড়ুন: Exclusive: জুন মাসেই ভারতে লঞ্চ হচ্ছে Oppo K13x ফোন, প্রকাশ্যে এল প্রথম লুক
ভিভো নিশ্চিত করেছে যে টি৪ আল্ট্রা ফোনে দেওয়া হবে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট যা OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল শুটার সহ আসবে।
আগে আসা খরবে জানা গেছিল যে ভিভো টি৪ আল্ট্রা ফোনের রিয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে, যা 3x অপটিকাল জুম, 10x টেলিফটো জুম, 100x ডিজিটাল জুম এবং OIS সহ ইলেকট্রনিক ইমেজ স্টেবলাইজেশন (EIS) সাপোর্ট দেওয়া হবে।
এছাড়া ভিভো টি৪ আল্ট্রা ফোনের অফিসিয়াল ল্যান্ডিং পেজ থেকে জানা গেছে যে এতে 1.5K রেজোলিউশন এবং 5000 নিট পিক ব্রাইটনেস সহ কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে হবে। এতে AI নোট অসিস্ট, এআই ইরেজ, এআই ট্রান্সক্রিপ্ট অসিস্ট, এআই কল ট্রান্সলেশন এবং গুগল সার্কিল টু সার্চ মতো একাধিক এআই ভিত্তিক ফিচার হবে।
আরও পড়ুন: 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 12GB RAM সহ Motorola Edge 60 5G ভারতে লঞ্চ জানুন দাম কত