Vivo T4 Ultra 5G smartphone first sale today on Flipkart with massive discount
লেটেস্ট প্রিমিয়াম মিড রেঞ্জ ফোন Vivo T4 Ultra ভারতে গত সপ্তাহ লঞ্চ হয়েছিল। আজ 18 জুন ভিভো টি৪ আল্ট্রা ফোনের প্রথম সেল রাখা হয়েছে। ভিভো টি৪ আ্লট্রা ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 সিরিজ চিপ, ট্রিপল ক্যামেরা সেটআপ সহ সেগামেন্টের প্রথম 50 মেগাপিক্সেল পেরিস্কোপ শুটার, বড় ব্যাটারি মতো ফিচার রয়েছে।
ভিভো টি৪ আল্ট্রা ফোনটি আজ দুপুর 12টায় প্রথমবার বিক্রি করা হবে। ফোনটি Flipkart সাইট এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে। ভিভো টি৪ আল্ট্রা ফোনটি দুটি কালার Pheonix Gold এবং Meteor Grey শেড অপশনে আসে।
আরও পড়ুন: ভারতে আজ লঞ্চ হবে সস্তা 5G স্মার্টফোন iQOO Z10 Lite, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন কেমন হবে
দামের কথা বললে, ভিভো টি৪ আল্ট্রা ফোনটি 37,999 টাকা শুরুর দামে আসে। এই দামে ফোনের 8GB+256GB স্টোরেজ কেনা যাবে। এছাড়া ভিভো ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলটি 39,999 টাকা এবং 12GB+512GB স্টোরেজ মডেলটি 41,999 টাকা দামে কেনা যাবে।
গ্রাহকরা ভিভো টি৪ আল্ট্রা ফোন কেনার ক্ষেত্রে SBI, HDFC ব্যাঙ্ক এবং Axis কার্ড পেমেন্টে 3000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন।
ফিচারের কথা বললে, ভিভো টি৪ আল্ট্রা ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ চিপসেট কাজ করে যা 4nm প্রসেসে তৈরি।
ডিসপ্লে হিসেবে ভিভো টি৪ আল্ট্রা ফোনটি 6.67-ইঞ্চি কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে সহ আসে। এটি 120Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো টি৪ আল্ট্রা ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এটি OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিকাল জুম এবং 100x ডিজিটাল জুম সগ 50 পেরিস্কোপ সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স সহ আসে। এতে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ভিভো টি৪ আল্ট্রা ফোনটি 55500mAh ব্যাটারি সহ 90W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: এডভান্স AI ফিচার এবং নতুন ক্যামেরা ডিজাইন সহ আসছে নতুন Samsung 5G স্মার্টফোন