10 হাজার টাকার বেশি ছাড়ে কেনা যাচ্ছে কার্ভড ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Vivo 5G ফোন

Updated on 08-Sep-2025

কম দামে পাওয়ারফুল ক্যামেরা সহ স্মার্টফোন কিনতে চান তবে Vivo T3 Pro 5G ফোনে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। ভিভো টি৩ প্রো ৫জি ফোনটি অনলাইন শপিং সাইট Flipkart এ বিশেষ ছাড়ের সাথে কেনা যাবে। ভিভো ফোনে রয়েছে দুর্দান্ত 5500mAh ব্যাটারি ফাস্ট চার্জিং সহ আসে। আসুন জেনে নেওয়া যাক ভিভো টি৩ প্রো ফোনের নতুন দাম কত হবে।

Vivo T3 Pro 5G ফোনের নতুন দাম কত

দামের কথা বললে, ভিভো ফোনটি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে 7000 টাকার ছাড়ের পর 22,999 টাকা দামে লিস্ট করা। এছাড়া কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড পেমেন্টে 3500 টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন।

এই হিসেবে ভিভো টি৩ প্রো 5জি ফোনের দাম কমে 29,499 টাকা হয় যাবে। এই ফোনে ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফার সুবিধাও পেতে পারেন।

আরও পড়ুন: 300 টাকার কম দামে Jio এর এই সস্তা, মিলবে প্রতিদিন 1.5GB ডেটা, সাথে আনলিমিটেড কলিং তবে এই সুবিধা করবেন মিস!

vivo t3 pro 5g

শুধু তাই নয়, গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে 15,950 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।

ভিভো টি৩ প্রো 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, ভিভো ডিভাইসে 6.77-ইঞ্চির 120Hz রিফ্রেশ রেট সহ কার্ভড AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এটি 4500 নিটট পিক ব্রাইটনেস অফার করে। প্রসেসর হিসেবে কোয়ালকম Snapdragon 7 Gen 3 চিপসেট পাওয়া যাবে। ডিভাইসটি Android 14 ভিত্তিক FunTouchOS 14 এর সাথে আউট-অফ-দ-বক্সে আসে।

ক্যামেরার ক্ষেত্রে ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ছাড়া 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা সহ ডুয়াল লেন্স দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। পাওয়ার দিতে এই ফোনে 5500mAh ব্যাটারি সহ 80W চার্জিং সাপোর্ট দেওয়া।

আরও পড়ুন: সেপ্টেম্বর মাসেই আসছে Oppo F31 5G Series এর তিনটি নতুন স্মার্টফোন, থাকবে 7000mAh ব্যাটারি এবং ফুল ওয়াটারপ্রুফ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :