12GB RAM সহ হাই-প্রসেসর স্মার্টফোন কিনতে চান? দেখে নিন 40000 টাকার মধ্যে সেরা স্মার্টফোন

12GB RAM সহ হাই-প্রসেসর স্মার্টফোন কিনতে চান? দেখে নিন 40000 টাকার মধ্যে সেরা স্মার্টফোন
HIGHLIGHTS

হাই কোয়ালিটি ক্যামেরা ও উন্নতমানের প্রসেসর রয়েছে এই সব স্মার্টফোনে

ios এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসই পাবেন আপনি এই রেঞ্জে

Oneplus, Apple, iQoo সহ দুর্দান্ত স্মার্টফোন রয়েছে এই লিস্টে

আপনি যদি 40,000 টাকা রেঞ্জের মধ্যে কোনো স্মার্টফোন কিনে থাকার কথা ভেবে থাকেন, তবে আপনার জন্য রয়েছে এই বিশেষ খরব। ios এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসই পাবেন আপনি এই রেঞ্জে। মিলবে হাই কোয়ালিটি ক্যামেরা ও উন্নতমানের প্রসেসর। এছাড়া থাকবে আকর্ষণীয় ডিসপ্লে ফিচার ও ফাস্ট চার্জের ব্যাবস্থা। আসুন জেনে নেওয়া যাক 40,000 টাকার মধ্যে আপনি কোন কোন স্মার্টফোন পাবেন- 

iQOO 7 Legend

IQOO 7 Legend স্মার্টফোনের দাম শুরু 39,990 টাকা। এই ডিভাইসে রয়েছে অ্যামোলয়েড  ডিসপ্লে। এই মডেলের ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। এই হ্যান্ডসেটে মিলবে 66W ফাস্ট চার্জের সুবিধা। স্মার্টফোনের প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 888। 40,000 রেঞ্জের স্মার্টফোনগুলির মধ্যে বেষ্ট অপশন  হতে পারে IQOO 7 Legend। Amazon থেকে কিনুন

IPhone SE

অ্যাপেলের এই এন্ট্রি লেভেল স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 30,001 টাকা থেকে। এই হ্যান্ডসেটে প্রসেসর হিসেবে রয়েছে বায়োনিক চিপসেট এবং স্ন্যাপড্রাগন 870 প্রসেসর। স্পেশ্যাল বেনিফিট হিসেবে এই স্মার্টফোনে মিলবে ভালো কোয়ালিটির রেয়ার ক্যামেরা। কম্প্যাক্ট ডিজাইন ও প্রিমিয়াম এক্সপেরিয়েন্স পাবার জন্য কিনতে পারেন এই স্মার্টফোন। Flipkart থেকে কিনুন

OnePlus 9R

এই ওয়ানপ্লাস হ্যান্ডসেটের দাম শুরু হচ্ছে 36,999 টাকা থেকে। এই হাই পারফর্মার স্মার্টফোনটি মোবাইল গেম লাভারদের জন্য উপযুক্ত। এই মোবাইলে রয়েছে 120Hz অ্যামোলয়েড ডিসপ্লে এবং 65W ফাস্ট চার্জের সুবিধা। এই স্মার্টফোনে মিলবে Oxygen OS এক্সপেরিয়েন্স। Amazon থেকে কিনুন

Oppo Reno 6 Pro

40,000 টাকা রেঞ্জের স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম হল Oppo Reno 6 Pro। এই হ্যান্ডসেটের দাম 39,990 টাকা। এই মোবাইলে রয়েছে ডাইমেনসিটি 1200 চিপসেট। এছাড়া এতে রয়েছে কার্ভ এডজেস ও 90Hz অ্যামোলয়েড ডিসপ্লে। মিলবে 65W ফাস্ট চার্জের ফিচার। Flipkart থেকে কিনুন

Samsung Galaxy S20 FE

এই 4G স্মার্টফোন কেনা যাবে 36,990 টাকায়। Samsung Galaxy S20 FE হ্যান্ডসেটে রয়েছে  ট্রিপল ক্যামেরা ফিচার, ওয়াটার রেজিস্টেন্সের সুবিধা। এছাড়া এই মডেলের ডিসপ্লে রিফ্রেশ রেট 120Hz। এই স্মার্টফোনে রয়েছে ফাস্ট Exynos চিপসেট। এছাড়া মিলবে ওয়্যারলেস চার্জের সুবিধাও। Amazon থেকে কিনুন

Xiaomi Mi 10T

Xiaomi Mi 10T Pro মডেল পাওয়া যাবে 34,999 টাকায়। এতে রয়েছে 8GB RAM ও 128GB স্টোরেজ ফিচার। এই স্মার্টফোন পাওয়া যাবে Aurora blue, Cosmic black, Lunar Silver কালার অপশনে। এই ডিভাইসে রয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট 144Hz। এই  Xiaomi Mi 10T Pro স্মার্টফোনে রয়েছে  কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর। এছাড়া এই ডিভাইসে মিলবে ট্রিপল ক্যামেরা সেটআপ সমেত 5,000 mAh ব্যাটারি। Flipkart থেকে কিনুন

Xiaomi Mi 11x Pro

Xiaomi Mi 11x Pro মডেলের দাম 39,999। এই স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 888 চিপসেট, 108MP মেইন ক্যামেরা ফিচার। এই হ্যান্ডসেটের স্ক্রিনের রিফ্রেশ রেট 120Hz। স্পেশ্যাল ফিচার হিসেবে রয়েছে OLED ডিসপ্লে ও হাই কোয়ালিটি ডিজাইন। Amazon থেকে কিনুন

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo