Best gaming phones under 15000 in India CMF phone 1 Redmi 13 5G Moto G64
Smartphones under Rs 15000 in India: পছন্দের ফোন কেনার ক্ষেত্রে বর্তমানে গ্রাহকরা ক্যামেরা সহ একাধিক ফিচারের উপর বিশেষভাবে জোর দিয়ে থাকেন। গ্রাহকদের মধ্যে বাড়তে থাকা চাহিদার উপর লক্ষ্য রেখে মোবাইল ফোনে একাধিক অত্যাধুনিক ফিচারের সুবিধা প্রদান করছে স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলি। বর্তমানে দেশের বাজারে মোবাইল ফোনের চাহিদাও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তবে, আকর্ষণীয় ডিজাইন ও অত্যাধুনিক ফিচারের সুবিধা সহ মোবাইল ফোন ক্রয় করার ক্ষেত্রে খরচও বেড়েছে অনেকটাই।
ফলে, ভালো মোবাইল ফোন কিনতে হলে গ্রাহকদের কার্যত মোটা অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে। যদিও, বর্তমানে কম দামেও একাধিক আকর্ষণীয় স্মার্টফোন কিনতে পাওয়া যাচ্ছে। আপনারও কী আগামীতে নতুন ফোন কেনার পরিকল্পনা রয়েছে? দেখে নিন 15,000 টাকারও কম মূল্যের সেরা পাঁচটি মোবাইল ফোন!
আরও পড়ুন: Exclusive: 3 মার্চ 10 হাজার টাকার কম দামে ভারতে আসছে নতুন POCO 5G ফোন, প্রকাশ্যে এল স্পেক্স
নাথিং কোম্পানির সিএমএফ ফোন 1-এ ইউনিক ডিজাইনের সুবিধা পাওয়া যাচ্ছে। রয়েছে একটি 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে। মিলবে 50MP -এর ডুয়েল মেন ক্যামেরা। সামনের দিকে রয়েছে 16MP সিঙ্গল সেলফি ক্যামেরা। ফোনটিতে একটি 5000mAh এর বড় আকারের ব্যাটারির সুবিধা পাওয়া যেতে চলেছে। একটি অনলাইন শপিং প্ল্যাটফর্মে এই স্মার্টফোনটির দাম রয়েছে 13,949 টাকা।
ভিভোর টি3এক্স ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.72 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর। ডিভাইসটিতে ডুয়েল মেন ক্যামেরা সেটআপ রয়েছে। প্রধান ক্যামেরাটি 50MP –এর। সামনের দিকে রয়েছে 8MP –এর সেলফি ক্যামেরা। 44W চার্জিং সহ রয়েছে 6000mAh–এর পাওয়ারফুল ব্যাটারি। ফোনটির দাম রয়েছে 12,499 টাকা।
পোকো এম7 প্রো ফোনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটিতেও 120 হার্জ রিফ্রেশ রেটের সুবিধা পাওয়া যাবে। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আলট্রা চিপসেটের সুবিধা প্রদান করা হচ্ছে। এই ডিভাইসটিতে একটি 50MP –এর মেন ক্যামেরা রয়েছে। মিলবে 20MP –এর সেলফি ক্যামেরার সুবিধা। একটি অনলাইন শপিং প্ল্যাটফর্মে ফোনটির দাম রয়েছে 14,650 টাকা।
রেডমির 13 ফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেট সহ একটি 6.79 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে রয়েছে বড় চমক। এই ফোনটিতে 108MP –এর মেন ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরাটি 13MP –এর। মিলবে 5030mAh নন-রিমুভেবল ব্যাটারি ও 33 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা। একটি অনলাইন শপিং প্ল্যাটফর্মে মোবাইলটির দাম রয়েছে 12,499 টাকা।
রিয়েলমি সি65 ফোনটি কম বাজেটের মধ্যে অন্যতম সেরা একটি মোবাইল। ফোনটির দাম রয়েছে 9,998 টাকা। এটিতে পাও যাবে 6.67 ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও G85 চিপসেট এবং 90 হার্জ রিফ্রেশ রেটের সুবিধা। ফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে। পিছনে রয়েছে 50MP ডুয়েল মেন ক্যামেরা এবং 8MP সেলফি ক্যামেরা।
বর্তমানে স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা ক্রমশ বেড়েই চলেছে এবং কম বাজেটে আধুনিক ফিচারের সাথে শক্তিশালী পারফরম্যান্সের মোবাইল ফোনের চাহিদাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। উপরের পাঁচটি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দারুণ বিকল্প হতে পারে, যেগুলি শুধুমাত্র 15,000 টাকারও কম দামে নানারকম প্রিমিয়াম ফিচার প্রদান করছে। উন্নত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেট উন্নত মানের ডিসপ্লে এবং কার্যক্ষম চিপসেটের সংমিশ্রণে এগুলি গ্রাহকদের জন্য আকর্ষণীয় চয়েস হয়ে উঠতে পারে। আপনি যদি কম দামে একটি ভালো স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই তালিকা থেকে আপনার প্রয়োজন অনুযায়ী সেরা ডিভাইসটি বেছে নিতে পারেন।
আরও পড়ুন: Realme P3 Pro না Realme P2 Pro: কোনটি হবে আপনার জন্য সঠিক চয়েজ, দেখে নিন দাম থেকে স্পেক্স এক নজরে