আজকে এই স্মার্টফোন গুলির ওপর পান অসাধারন সব ছাড়

HIGHLIGHTS

আজকের এই তালিকায় গুগ্লের ফোন থেকে শুরু করে হনার বা রেডমি সমস্ত ব্র্যান্ডের ফোনই আছে

আজকে এই স্মার্টফোন গুলির ওপর পান অসাধারন সব ছাড়

এসে গেল ফ্লিপকার্টের নিউ পিঞ্চ ডেজ সেল যা ১৫ থেকে ১৭ ডিসেম্বর অব্দি পাওয়া যাবে। এই সেলে বেশ কিছু স্মার্টফোনের ওপর খুব ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। আমরা এখন এখানে সেই বিষয়ে কথা বলব। আ[নি যদি বেশ কিছু দিন ধরেই একটি ভাল স্মার্টফোন কেনার কথা ভাবছিলেন তবে আজকে আপনার কাছে একটি ভাল সুযোগ এসেছে। আর আজকের এই সেলে আপনি যদি HDFC’র কার্ড ব্যাবহার করেন তবে আজকে আপনি 10% অব্দি ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 

Google Pixel 2 এই ফোনটির ওপর আজকের সেলে 15% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে, আর এর পরে আপনি এই স্মার্টফোনটি আজকে 58,999 টাকায় কিনতে পারবেন। এই ডিভাইসটিতে 4 GB র‍্যাম আর 128 GB রোম দেওয়া হয়েছে। আজকে এই স্মার্ট ফোনটি এক্সচেঞ্জ অফার কিনলে আপনি এটি 18000 টাকা অব্দি ডিস্কাউন্টে কিনতে পারবেন। আর কোন ব্যাঙ্কের ডেবিট আর ক্রেডিট কার্ড দিয়ে কিনলে আপনি এটি  10000 টাকা অব্দি এক্সট্রা ডিস্কাউন্টে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

Mi A1 স্মার্টফোনটির দামের ওপর ফ্লিপকার্টে 13% অব্দি ডিস্কাউন্ট কিনতে পাওয়া যাচ্ছে। আর এর দাম এখানে 14,999 টাকা থেকে কমে 12,999 টাকা দামে কিনতে পারবেন। এই স্মার্টফোনটিতে 4 GB র‍্যাম আর 64 GB স্টোরেজ যুক্ত। এখান থেকে কিনুন।

Lenovo K8 Plus ফোনটি আজকে ফ্লিপকার্টে 18% ডিস্কাউন্টে কিনতে পাওয়া যাচ্ছে এর আসল দাম 10,999 টাকা আর এটি কমে আজকে 8,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটিতে 3 GB র‍্যাম আর 32 GB স্টোরেজ দেওয়া হয়েছে এই ফোনে 4000 mAh এর ব্যাটারি আছে। এই স্মার্টফোনটি এক্সচেঞ্জ অফারে কিনলে 8,500 টাকা অব্দি ডিস্কাউন্ট পাওয়া যাবে। এখান থেকে কিনুন।

Redmi Note 4 স্মার্টফোনটির ওপরে ফ্লিপকার্টে 15%  অব্দি ডিস্কাউন্টে কিনতে পাওয়া যাচ্ছে এই ডিভাইসটির দাম আসলে 12,999 টাকা তবে এটি আপনি 10,999 টাকায় কিনতে পারবেন। এই স্মার্টফোনটি 4 GB র‍্যাম আর 64 GB রোম যুক্ত। আর এই ফোনটির ব্যাটারি 4100 mAh এর। এক্সচেঞ্জ অফারে এই ফোনটি আপনি 10000 টাকা অব্দি ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

Honor 9i ফোনটির দাম এমনিতে    19,999 টাকা তবে ফ্লিপকার্টে এটি 10% ডিস্কাউন্টের সঙ্গে 17,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এক্সচঞ্জে অফারে এটি 17000 টাকায়ও কেনা যেতে পারে। এখান থেকে কিনুন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo