HONOR 9X, ম্যাজিক 2 আর ব্যান্ড 5I লঞ্চ হল

HONOR 9X, ম্যাজিক 2 আর ব্যান্ড 5I লঞ্চ হল
HIGHLIGHTS

Honor 9X য়ের প্রাথমিক দাম 13,999 টাকা

ভারতে Honor MagicWatch 2 য়ের প্রাথমিক দাম 11,999 টাকা

Honor Band 5i য়ের দাম 1,999 টাকা

ভারতে হনার 9X, MagicWatch 2 আর  Band 5i আজকে লঞ্চ হয়েছে। Honor 9X ভারতে গ্লোবাল ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে যা চিনে লঞ্চ হওয়া ফোনের থেকে আলাদা। কোম্পানি হনার স্পোর্ট প্রো আর হনার স্পোর্ট ব্লুটুথ ইয়ারফোনের বিষয়েও ঘোষনা করে। আর এই দুটি জিনিসের দাম ভারতে যথাক্রমে 3,999 টাকা আর 1,999 টাকা।

Honor 9X য়ের স্পেসিফিকেশান

Honor 9X ফোনে আছে 6.59 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আর এই ফোনে আছে 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে। আর এই ফোনে আছে কিরিন 710F চিপসেট ফোনে আছে ARM মালি G51 MP4 GPU। এই স্মার্টফোনটিতে আপনারা পাবেন 4GB/6Gb র‍্যাম আর সঙ্গে 64GB/128GB র স্টোরেজ আর এই স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যেতে পারে।

Honor 9X ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যা 48Mp র মেন ক্যামেরা সঙ্গে f/1.2 অ্যাপার্চারের আর এই ফোনের 8Mp র আল্ট্রা ওয়াইড ক্যামেরা f/2,.4 অ্যাপার্চারের আর সঙ্গে এই ফোনে আছে একটি 2Mp র ক্যামেরা যা f/2.4 অ্যাপার্চারের। আর এ ফোনে আপনারা ফ্রন্টে পাবেন একটি 16Mp র পপ আপ ক্যামেরা। এটি হনারের প্রথম ফোন যা পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে।

এই ফোনে আছে 4000mAh য়ের ব্যাটারি যা 10W ফাস্ট চার্জ সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই বেসড  EMUI 9.1.1 নির্ভর।

Honor 9X ফোনের দাম

ভারতে এই Honor 9X ফোনটি 4GB র‍্যাম আর 64GB র স্টোরেজ ভেরিয়েন্টে 13,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ হয়েছে আর এর সঙ্গে এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম 16,999 আতাকা। এই ফোনটি মিডনাইট ব্ল্যাক আর শাফায়ার ব্লু কালারে 20 জানুয়ারি থেকে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

Honor MagicWatch 2  র স্পেসিফিকেশান

Honor MagicWatch 2 তে আছে একটি 1.2 ইঞ্চির AMOLED ডিসপ্লে এটি এর 42mm ভেরিয়েন্টে আছে। আর এই ডিভাইসের 46mm ভেরিয়েন্টে আছে 1.39 ইচনির ডিসপ্লে। এটি HiSilicon Kirin A1 SoC যুক্ত আর সঙ্গে আছে 4GB স্টোরেজ। আর এতে এর সঙ্গে 5ATM ওয়াটার রেজিস্টেন্স আছে। আর এটি GPS সাপোর্ট করে। এটি 14 দিনের ব্যাটারি লাইফের কথা দাবি করেছে।

লেটেস্ট হনার স্মার্টওয়াচে আটটি আউট ডোর মোড আছে আর সঙ্গে আছে সাতটি ইন্ডোর স্পোর্ট। এটি Huawei TruSleep 2.0  প্রযুক্তি যুক্ত যা ছয়টি কমন স্লিপ প্যাটার্ন আর ডিসঅর্ডার দেখে আর uawei TruSeen 3.5  প্রযুক্তি 24X7 হার্ট রেট মনিটারিং করে। আর এর সঙ্গে এতে আরও অনেক কিছু আছে।

Honor MagicWatch 2র ভারতে দাম

এটি কালো রঙে কেনা জাব্রে আর সঙ্গে আছে এর একট সাকুরা গোল্ড ভার্সান যা 14,999 টাকায় কেনা যাবে। আর এই ঘড়ির 42mm মডীরল দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে আর এটি চার্কোল ব্ল্যাক আর ফ্ল্যাক্স ব্রাউন কালারে কেনা যাবে। আর এটি এর সঙ্গে 14,999 টাকায় কেনা যাবে।

Honor MagicWatch 2  অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে আর এটি 18 জানুয়ারি দুপুর 12টার সময়ে প্রাইম মেম্বার দের জন্য বিক্রি করা হবে আর এটি 19 জানুয়ারি থেকে সবার জন্য এসে যাবে। কোম্পানি এর সঙ্গে Honor AM61 Bluetooth  ইয়ার ফোন অফার করছে।

Honor Band 5i য়ের স্পেক্স

Honor Band 5iতে আছে একটি 0.96 ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। আর এর সঙ্গে এতে আছে 91mAh য়ের ব্যাটারি। এটি একবার চার্জ করলে নয়দিন পর্যন্ত চলে বলে দাবি করা ইয়েছে। আর এই Honor Band 5i Bluetooth v4.2 কানেক্টিভিটির সঙ্গে এসেছে আর সঙ্গে এতে আছে 3 অ্যাক্সিস ইন্টারনাল সেন্সার আর হার্ট রেট সেন্সার। এটির ওজন 24 গ্রাম মতন।

Honor Band 5i  ফুল চার্জ হতে দের ঘন্টা মতন সময় নেয় বলা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 4.4 আর তার ওপরের ভার্সানের ফোনের সঙ্গে পেয়ার করা যাবে আর iOS 9.0 আর এর আপার ভার্সানের সঙ্গে পেয়ার করা যাবে।

Honor Band 5i  য়ের ভারতে দাম

Honor Band 5i ভারতে 1,999 টাকা দামে এসেছে এটি 18 জানুয়ারি দুপুর 12টার সময়ে অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য আর 19 জানুয়ারি সবার জন্য কেনা যাবে। এটি একাধিক কালার অপশানে কেনা যাবে।

Digit.in
Logo
Digit.in
Logo