TITANIUM M6 5G স্মার্টফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865 থাকবে বলে জানা গেছে

TITANIUM M6 5G স্মার্টফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865 থাকবে বলে জানা গেছে
HIGHLIGHTS

চিনা স্মার্টফোন কোম্পানি 8854 তাদের লাগসারি ফোন Titanium M6 5G র সঙ্গে আসবে বলেছে

Titanium M6 5G তে স্ন্যাপড্র্যাগন 855 SoC থাকবে

আর এই ফোনটি 2020 র প্রথমে আসবে

কোয়াল্কম তাদের নতুন SoC র বিষয়ে জানিয়েছে। এই রিউমার্ড স্ন্যাপড্র্যাগন 665 তার অফিসিয়াল অ্যানাউস্মেন্টের আগে চিনে সেই চিপসেটের বিষয়ে জানিয়েছে। চিনের লাক্সারি স্মাফ্রতফোন আর ঘড়ি তৈরির কোম্পানি 8848 Titanium M6 5G নামের একটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে। আর এই বিষয়ে প্রথম রিপোর্ট ITHome য়ে দেখা গেছে সেখানে এই ফোনটি ‘প্রথম’ মোবাউল ফোন যা এই চিপসেটের সঙ্গে আসবে বলে জানানো হয়েছে।, তবে এর প্রসেসারের বিষয়ে ডিটেলে কিছু জানা জায়নি তবে এই ফোনটি 2020 র প্রথমে আসবে, আর এই ফোনে সম্ভবত স্ন্যাপড্র্যাগন 865 থাকবে।

এই Titanium M6 5G স্মার্টফোনটিতে 6.01 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। আর এইও ফোনের বিষয়ে জানা গেছে যে এটি দুটি ভেরিয়েন্টে আসবে। একটি স্ন্যাপড্র্যাগন 865 য়ের সঙ্গে আর একটি 5G ছাড়া। আর এই ফনে 12GB র‍্যামের সঙ্গে 1TB স্টোরেজ থাকবে। আর এর সঙ্গে ফোনে 64MP র সেন্সার থাকবে আর যা 100MP র ছবি তুলতে পারবে।

এই স্ন্যাপড্র্যা গন 865 গিকবেঞ্চে দেখা গেছে আর এ রস্নগে এতে ‘কয়াল্কম কোনা’ নামে দেখা গেছে। আর এটি স্ন্যাপড্র্যাগন 865 স্ন্যাপড্র্যাগন 855 য়ের থেকে বেশি শক্তিশালী হবে। এই না জানা চিপ সিঙ্গেল কোরে 4160 আর মাল্টি কোরে 12946 স্কোর করেছে। আর এই স্ন্যাপড্র্যাগন 855 য়ের থেকে 3.5 সিঙ্গেল কোরে আর মাল্টি কোরে 11k বেশি করেছে।

গিকবেঞ্চের রেটিং অনুসারে এই ডিভাইসে 6GB র‍্যাম আর অ্যান্ড্রয়েড 10 থাকবে। আর এই SoC 8 কোড়ের হবে আর এর ফ্রিকুয়েন্সি হবে 1.8Ghz।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo