ভারতে এই বছরই আসবে HONOR 9X

Digit Bangla দ্বারা | পাবলিশড অন 22 Oct 2019 10:07 IST
HIGHLIGHTS
  • জুলাই মাসে হনার তাদের Honor 9X য়ের সঙ্গে Honor 9X Pro লঞ্চ করেছে

  • Honor 9X ফোনে আছে 6.59 ইঞ্চির ডিসপ্লে

  • এই ফোনটি HiSilicon Kirin 810 চিপসেট যুক্ত

ভারতে এই বছরই আসবে HONOR 9X
ভারতে এই বছরই আসবে HONOR 9X

জুলাই মাসে হনার তাদের Honor 9X য়ের সঙ্গে Honor 9X Pro চিনে  লঞ্চ করেছিল। আর এবার কোম্পানির প্রেসিডেন্ট Charles Peng জানিয়েছেন যে এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে। Charles Peng অবশ্য এও জানান যে সম্প্রতি Harmony OSযুক্ত  Honor Vision Smart টিভি 2020 র প্রথম কোয়াটারে ভারতে  লঞ্চ করবে।

ভারতের একটি প্রেস ইন্টারভিউতে চার্লস জানান যে ,” আমরা ভারতে এই বছরের মধ্যেই Honor 9X লঞ্চ করব”। এই ফোনটি হুয়াওয়ে ব্যান হওয়ার আগে গুগল অ্যাপ আর প্লে স্টোরের সঙ্গে জুন মাসে লঞ্চ করা হয়েছিল।

Honor 9X ফোনে 6.59 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আছে যা 1080 x 2340 রেজিলিউশানের। আর এই ফোনে আপনারা HiSilicon Kirin 810 চিপসেট পাবেন। আর এর সঙ্গে এতে 6GB র‍্যাম আছে আর এটি দুটি স্টোরেজ ভেরিয়েন্ট 64GB আর 128GB তে লঞ্চ করা হয়েছে। আর এর সঙ্গে এই ফোনে মাইক্রো এসডি কার্ড স্লট আছে আর এর মাধ্যমে 512GB পর্যন্ত মেমারি এক্সপেন্ড করা যায়।

আর এই Honor 9X ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন যা 48MP র মেন ক্যামেরার সঙ্গে একটি 2MP র ক্যামেরা দেয়। আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 16MP র ক্যামেরা। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই বেসড EMUI 9.1.1 নির্ভর।

এই ফোনে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন।

হুয়াই Honor 9x Pro Key Specs, Price and Launch Date

Price: ₹17999
Release Date: 10 Aug 2019
Variant: 64GB , 128GB , 256GB
Market Status: Launched

Key Specs

  • Screen Size Screen Size
    6.59" (1080 X 2340) inches
  • Rear camera mega pixel Rear camera mega pixel
    48 + 8 + 2 + 16 MP | 16 MP
  • Storage Storage
    64GBGB / 8GBGB
  • Battery capacity (mAh) Battery capacity (mAh)
    4000 mAh
Advertisements

ট্রেন্ডিং আর্টিকেলস

Advertisements

লেটেস্ট আর্টিকেল ভিউ অল

VISUAL STORY ভিউ অল