খুব তাড়াতাড়ি Tecno মোবাইলের নতুন সিরিজ লঞ্চ করা হবে

HIGHLIGHTS

Tecno মোবাইল খুব তাড়াতাড়ি ভারতে তাদের নতুন সিরিজ লঞ্চ করতে চলেছে, এই সিরিজে টেকনো চারটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে

খুব তাড়াতাড়ি Tecno মোবাইলের নতুন সিরিজ লঞ্চ করা হবে

Tecno মোবাইল খুব তাড়াতাড়ি ভারতে তাদের নতুন সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজে টেকনো চারটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আমাদের কাছে যে খবর আছে তা অনুসারে এই নতুন Camon সিরিজে AI ক্যামেরা-সেন্ট্রিক স্মার্টফোন থাকবে আর এই চারটি স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

এই স্মার্টফোন গুলি দেখতে একটি ফুল ভিউ ডিসপ্লে যুক্ত ফোন হবে, আর একটি ছবি থেকে সংকেত পাওয়া গেছে যে এর মধ্যে একটি স্মার্টফোন ভার্টিকাল ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত হবে। আর এই ছবি থেকে ডিভাইসের ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার  দেখা যাচ্ছে।

তবে এখনও এর লঞ্চ ডেটের বিষয়ে বা দামের বিষয়ে কিছু জানা যায়নি, কিন্তি এটা দেখে মনে হচ্ছে যে এই ফোন গুলি, 10,000টাকা থেকে 15,000টাকার মধ্যে লঞ্চ করা হতে পারে, আর এখনও এর দাম বা স্পেক্সের বিষয়ে অফিসিয়ালি কিছু নিশ্চিত খবর পাওয়া যায়নি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo