আপনারা যদি দাম আর পার্ফরেমেন্সের সঙ্গে স্টোরেজ অপশানও দেখেন তবে আজকে আমরা আপনাদের দারুন স্টোরেজ যুক্ত কিছু ফোনের বিষয়ে বলব, আসুন তবে আজকে কিছু 32GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোনের বিষয়ে দেখে নেওয়া যাক
এই সময়ে স্মার্টফোনের কোম্পানি গুলি চায় যে তাদের ফোন সব দিক থেকে কোন না কোন ভাবে আলাদা হয়ে উঠুক। আর এই জন্য তারা অনেক কিছু করে আর এর মধ্যে অন্যতম হল ফোনের পার্ফর্মেন্স আর স্টোরেজ। আর আজকে আমরা আপনাদের এখানে এমন কিছু দারুন ফোনের কথবা বলব যে ফোন গুলি 32GB র ইন্টারনাল স্টোরেজ যুক্ত। আসুন তবে আর দেরি না করে সেই সব কিছু ফোন একবার দেখা যাক।
Survey
✅ Thank you for completing the survey!
Lenovo K8 Plus
2017 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 অপারেটিং সিস্টেমে চলে। আর এই ফোনে কানেক্টিভিটি অপশানে 3G, 4G, WiFi ব্লুটুথ আছে। আর এই ফোনের দাম 7780 টাকা। আর এই ফোনটি 2.5GHz অক্টা কোর মিডিয়াটেক MT6757 হেলিও P25 প্রো যুক্ত।
Oppo F5 ফোনটিতে 6ইঞ্চির TFT ডিসপ্লে ফুল HD+ আর 1080×2160 পিক্সাল রেজিলিউশানের ডিসপ্লে যুক্ত। আর এই ফোনে 20MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে যা f/2.0 অ্যাপার্চার যুক্ত। আর এই ফোনে একটি 16MP র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যা f/1.8 অ্যাপার্চার যুক্ত এই ফোনে LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে।
Zopo Speed 8
Zopo Speed 8 ফোনটি 2017 সালের মে মাসে লঞ্চ হয়েছিল যা অ্যান্ড্রয়েড 6.0 অপারেটিং সিস্টেমে চলে। আর এই ফোনটি ব্ল্যাক আর হোয়াইট কালারে পাওয়া যায়। এই ফোনে কানেক্টিভিটি অপশানে 3G.4G, GPS, NFC ব্লুটুথ আচজে। এই ফোনটি 32GB র ইন্টারনাল স্টোরেজের সঙ্গে সঙ্গে 2.5GHz ডেকা কোর মিডিয়াটেক MT6797 প্রসেসার যুক্ত।
Lenovo K6 Note 4GB
Lenovo K6 Note 4GB ফোনটি 2016 সালের অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিল। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 6.0 অপারেটিং সিস্টেমে চলে। আর এই ফোনটি সিলভার, গোল্ড, গ্রে কালার অপশানে পাওয়া যায়। আর এই ফোনের দাম 9,599 টাকা।
Vivo Y69
এই স্মার্টফোনটি বিল্ট ইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের প্রাইমারি সিকিউরিটি ফিচারের সঙ্গে এসেছে। আর এই ফোনে কানেক্টিভিটি অপশানে আপনারা 3G,4G, GPS, ওয়াইফাই ব্লুটুথ আছে। আর এর এই ফোনটির দাম 10,990 টাকা। আর এই ফোনে 32GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে 1.5GHz অক্টা কোর মিডিয়াটেক MT6750 প্রসেসার আছে।