Smartphones under Rs 20000 from Moto G96 5G Samsung Galaxy A35 5G Vivo T4 5G on flipkart
Smartphones under Rs 20000: Flipkart Freedom Sale আজ 17 আগস্ট শেষ হতে চলেছে। ফ্রিডম সেল চলাকালীন স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, ইয়ারবাড, স্মার্টওয়াচ, ট্যাবলেট এবং অন্যান্য গ্যাজেটের উপর ছাড় দেওয়া হচ্ছে। আজ আমরা এখানে 20 হাজার টাকায় আসা স্মার্টফোন Moto G96 5G, Samsung Galaxy A35 5G, CMF by Nothing Phone 2 Pro, Infinix GT 30 5G+ এবং Vivo T4 5G এর কথা বলছি। এই স্মার্টফোনগুলি ডিসকাউন্ট এবং ডিল সহ সস্তায় বিক্রি হচ্ছে।
ফ্লিপকার্ট সেলে দাম কমানোর পাশাপাশি, ব্যাঙ্ক অফারের অসাধারণ সুবিধাও দেওয়া হচ্ছে। গ্রাহকরা পুরনো ফোন ইন এক্সচেঞ্জ অফার দিয়ে দাম আরও কমাতে পারেন। 20,000 টাকায় আসা স্মার্টফোনের উপর কী কী ডিল পাওয়া যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ Samsung 5G ফোনে দেদার ছাড়, 8000 টাকার বেশি সস্তায় কেনার সুযোগ
মোটো জি৯৬ ৫জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেল ফ্লিপকার্টে 17,999 টাকা দামে লিস্ট করা হয়েছে। ব্যাঙ্ক অফারে ICICI ক্রেডিট কার্ড পেমেন্টে সোজা 1500 টাকার ছাড় পাওয়া যেতে পারে। যার পরে ফোনের দাম কমে 16499 টাকা হয় যাবে। এক্সচেঞ্জ অফারে একটি পুরানো বা ফোনে 14,850 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট ফ্লিপকার্ট সাইটে 19,999 টাকায় লিস্ট করা। ব্যাঙ্ক অফারে, এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক (750 টাকা পর্যন্ত) পাওয়া যাবে, যার পরে দাম কমে 19,249 টাকা হয় যাবে। এক্সচেঞ্জ অফারে একটি পুরনো বা বর্তমান ফোনে 16,750 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
নাথিং ফোন ২ প্রো ফোনের 8GB RAM+128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট ফ্লিপকার্টে 18,999 টাকায় লিস্ট করা হয়েছে। ব্যাঙ্ক অফারে, ICICI, IDFC Bank বা HDFC Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 2 হাজার টাকা ছাড় পেতে পারেন। যার পরে দাম কমে 16,999 টাকা হয় যাবে। এক্সচেঞ্জ অফারে পুরনো ফোনে 16,150 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
ভিভো টি৪ ৫জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেল ফ্লিপকার্টে 21,999 টাকায় লিস্ট করা। ব্যাঙ্ক অফারে, ICICI, IDFC ব্যাঙ্ক বা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 2,000 টাকা ছাড় পেতে পারেন। ছাড়ের পর ফোনটি 19,999 টাকা হয় যাবে। এক্সচেঞ্জ অফারে একটি পুরনো ফোনে 18,400 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।
আরও পড়ুন: ভারতে 20 অগাস্ট লঞ্চ হবে Realme P4 Pro 5G, প্রকাশ্যে এল ক্যামেরা, ব্যাটারি স্পেসিফিকেশন