স্যামসাং galaxy S8 ফোনের লঞ্চ এর তারিখ পেছাল

স্যামসাং galaxy S8 ফোনের লঞ্চ এর তারিখ পেছাল
HIGHLIGHTS

২১ এপ্রিল ফোনটির উন্মুক্তের কথা থাকলেও এক সপ্তাহ পিছিয়ে ২৮ এপ্রিল উন্মুক্তের নতুন তারিখ দেয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি S8 এর উন্মুক্তের তারিখ পিছিয়ে গেছে। ২১ এপ্রিল ফোনটির উন্মুক্তের কথা থাকলেও এক সপ্তাহ পিছিয়ে ২৮ এপ্রিল উন্মুক্তের নতুন তারিখ দেয়া হয়েছে। প্রযুক্তি বিষয়ক সংবাদভিত্তিক ওয়েবসাইট ভেঞ্চারবিট এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

আরও দেখুন : নকিয়া এবং #HMD গ্লোবাল তার নতুন নকিয়া 3310 কে চালু করে..

গত বছর প্রতিষ্ঠানের ফ্ল্যাগশিপ ফোন নোট ৭ এর বিপর্যয়ের পরে এবারের ফোনটি উন্মুক্তের ব্যপারে যথেষ্ট সতর্ক রয়েছে প্রতিষ্ঠানটি। যদিও পুনরায় শিডিউলের কোনো কারণ জানায়নি প্রতিষ্ঠানটি। আমেজান থেকে 946 টাকায় কিনুন Lenovo Power Bank PB410 5000mAh – Silver

তবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস৮ ও প্রতিষ্ঠানের নতুন গিয়ার ভিআর হেডসেট একইসঙ্গে উদ্বোধন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্যমতে, গ্যালাক্সি এস৮ দুটি সংস্করণে আসবে এবং এর সম্ভাব্য মূল্য হবে যথাক্রমে ৯৫০ মার্কিন ডলার এবং ১ হাজার ৫০ ডলার।

আরও দেখুন : নতুন ডুয়েল ক্যামেরা নিয়ে ZTE Z17 মিনি ২১ মার্চ সম্ভবত বাজারে আসতে চলেছে

আরও দেখুন : এয়ারটেল দিচ্ছে তিন মাস ৩০ জিবি করে ডেটা ফ্রি!

আমেজান থেকে 946 টাকায় কিনুন Lenovo Power Bank PB410 5000mAh – Silver

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo