Samsung Galaxy S26 Ultra may launch next month specs and price leaked
সাউথ কোরিয়ান কোম্পানি Samsung এর আগামী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S26 Ultra লঞ্চের আগেই অনেকদিন ধরে চর্চায় রয়েছে। তবে কোম্পানি এখন পর্যন্ত অফিসিয়াল কোনো তথ্য দেয়নি। কিন্তু লিক অনুয়ায়ী আপকামিং স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনটি আাগামী ফেব্রুয়ারি মাসে চালু হতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনটি 25 ফেব্রুয়ারি 2026 আগামী Galaxy Unpacked ইভেন্টে লঞ্চ করা যেতে পারে।
যদি এমন হয়, তবে এটি 2026 এর শুরুতে আসা সবচেয়ে বড় প্রিমিয়াম স্মার্টফোনের মধ্যে একটি হবে। আল্ট্রা সিরিজ শুরু থেকেই কোম্পানির সবচেয়ে হাই-এন্ড প্রিমিয়াম ফিচার স্মার্টফোন হয়, যা এবারও হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ডুয়াল স্ক্রিন এবং 50MP AI ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল নতুন Lava স্মার্টফোন, জানুন দাম কত
ডিসপ্লের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনে কোম্পানির নতুন M14 OLED প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। এই ডিসপ্লে পুরনো মডেলের তুলনায় 20 থেকে 30 শতাংশ বেশি পাওয়ারফুল হবে বলে জানা গেছে। শুধু তাই নয়, ডিসপ্লের মধ্যে একটি ইন-বিল্ট প্রাইভেসি ফিচার থাকবে বলে থাকবে বলে আশা করা হচ্ছে। এটি সাইড এঙ্গেল থেকে ফোনের স্ক্রিন দেখা যাওয়া বন্ধ করবে। যার মানে কেউ আপনার পাশে দারিয়ে থাকলেও আপনার ফোনের স্ক্রিন দেখতে পারবে না।
ফটোগ্রাফির ক্ষেত্রে, লিক অনুযায়ী ফোনের রিয়ার ক্যামেরা f/1.4 অ্যাপারচার সহ আসতে পারে। তবে 5x টেলিফটো লেন্স অ্যাপারচার f/2.9 হতে পারে। এটি কম আলোতে ভাল ফটোগ্রাফি করবে বলে আশা করা হচ্ছে। One UI 8.5 এ নতুন ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট ফিচার থাকবে বলে জানা গেছে।
ব্যাটারির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনে 60W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। মনে করিয়ে দি যে এখন পর্যন্ত কোম্পানি 45W এর বেশি চার্জিং ব্যবহার করেনি। নতুন চার্জিংয়ে ফোনের ব্যাটারি খুব কম সময় চার্জ হয় যাবে।
প্রসেসর হিসেবে স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং ফাস্ট LPDDR5X RAM সহ আসতে পারে। সাথে এতে 5100mAh থেকে 5400mAh ব্যাটারি থাকতে পারে। ফোনের ব্যাটারি বড় থাকা সত্বেও স্লিম ডিজাইন সহ আসবে।
দামের কথা বললে, ভারতে গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনের দাম প্রায় 1.30 লাখ টাকার কাছাকাছি হতে পারে।
আরও পড়ুন: Jio Recharge Plan: পুরো মাস মিলবে YouTube Premium সাবস্ক্রিপশন, সাথে ডেটা-কলিং এবং OTT সুবিধা