Samsung Galaxy S25 Edge Sale starts in India discount upto Rs 12000
Samsung কোম্পানির সবচেয়ে পাতলা ফোন Galaxy S25 Edge ডিভাইসের বিক্রি শুরু হয় গেছে। স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ফোনের দাম 1,09,999 টাকা থেকে শুরু হয়। ডিভাইসটি এখন স্যামসাং স্টোর এবং Flipkart থেকে কেনা যাবে। তবে ফোনটি সীমিত সময়ের জন্য 12 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক গ্যালাক্সি এস২৫ এজ ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ফোনটি এখন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। ফ্লিপকার্ট দুটি ভ্যারিয়্যান্ট 256GB এবং 512GB স্টোরেজে ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে। গ্যালাক্সি এস২৫ এজ ফোনের 512 জিবি মডেলটি অফারের আওতায় 256 জিবি মডেলের দামে কেনা যাবে। যার মানে গ্রাহকরা 512 জিবি মডেলটি এখন 1,09,999 টাকায় কিনতে পারবেন।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ জুন মাসে ভারতে আসছে সস্তা Realme C73 5G ফোন, লঞ্চ তারিখ হল নিশ্চিত
বলে দি যে স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ফোনের এই অফারে ফোনটি 12000 টাকার ছাড়ে স্যামসাং অনলাইন স্টোর থেকে কিনতে পারবেন। গ্রাহকরা দুটি মডেল একই দামে কিনতে পারবেন।
ফ্লিপকার্ট ডিলে বর্তমানে ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 6100 টাকা ছাড় দিচ্ছে। যার পরে দাম 1,15,899 টাকা হয় যাবে। এই হিসেবে 256 জিবি মডেলও এই কার্ড অফারের সাথে 5499 টাকার ছাড়ে পাওয়া যাচ্ছে। এই অফারের সাথে বেস মডেলটি মাত্র 1,04,499 টাকায় কেনা যাবে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ ফোনে 6.7-ইঞ্চির কোয়াড HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এতে 1Hz থেকে 120Hz পর্যন্ত এডাপটিভ রিফ্রেশ রেট দেওয়া। ডিভাইসকে পাওয়ার দিতে এতে Snapdragon 8 Elite চিপসেট দেওয়া। ডিভাইস গেমিং বা 4K ভিডিও রেকর্ডিং মতো ভারি কাজ সহজে করা যাবে। এই ফোনকে জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এতে IP68 রেটিং দেওয়া।
ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি এস২৫ এজ ফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। ফোনে একটি 12 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে যা ম্যাক্রো শুটার হিসেবেও কাজ করেব। ফ্রন্টে সেলফি এবং ভিডিও কলিংয়েরে জন্য 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে।
আরও পড়ুন: WhatsApp এর সিকিউরিটি হবে আরও মজবুত, ডেটা ডিলিট না করেই করা যাবে লগআউট