samsung galaxy s25 ultra launched in India, Galaxy S24 Ultra gets huge price cut
Samsung তার Galaxy S25 Series লঞ্চ হতে আর মাত্র একদিন বাকি। স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজের আওতায় এস25, এস25+ এবং এস25 আল্ট্রা এবং আরেকটি নতুন মডেল S25 Slim আসতে পারে। আপকামিং এস25 সিরিজে কোম্পানি একগুচ্ছ আপগ্রেড দিতে চলেছে। তবে নতুন লাইনআপ বাজারে আসার আগেই কোম্পানি Galaxy S24 Ultra ফোনের দাম কমিয়ে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনে পাওয়া অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
আপনি যদি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। কারণ কোম্পানি স্যামসাং গ্যালাক্সি এস24 আল্ট্রা ফোনে বাম্পার ছাড় অফার করছে।
আরও পড়ুন: 6 মাস পর্যন্ত লাগবে না আর কোনো রিচার্জ প্ল্যান, BSNL দিচ্ছে সস্তা দামে আনলিমিটেড কলিং এবং ডেটা
গ্যালাক্সি এস24 আল্ট্রা ফোনটি ভারতে 1,34,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছিল। তবে এখন এই স্যামসাং ফোনটি অনলাইন স্টোরে 1,21,999 টাকায় বিক্রি হচ্ছে। তবে Amazon সাইটে আরও বেশি ছাড় দিচ্ছে কোম্পানি। এখানে স্যামসাং গ্যালাক্সি এস24 আল্ট্রা ফোনটি 99,989 টাকার দামে বিক্রি হচ্ছে।
এই দামে ফোনের 12GB RAM+256GB স্টোরেজ অপশন কেনা যাবে। এখানেই শেষ নয়, কোম্পানি গ্যালাক্সি এস24 আল্ট্রা ফোনে এক্সচেঞ্জ অফারও পাবেন। যার পরে ফোনের দাম কমে আরও কমে যাবে।
গ্যালাক্সি এস24 আল্ট্রা ফোনে 6.8-ইঞ্চির QHD+ AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে 2600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে ফোনটি Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, এই গ্যালাক্সি এস24 আল্ট্রা কোয়াড ক্যামেরা সেটআপ সহ আসে। এতে 200MP মেইন সেন্সর, 5X অপটিকাল জুম সহ 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স, 12MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 3x অপটিকাল জুম সহ 10MP টেলিফটো লেন্স রয়েছে। সেলফি তোলার জন্য 12MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
পাওয়ার দিতে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ফোনটি 5000mAh ব্যাটারি অফার করে।
আরও পড়ুন: Nothing Phone 3 শীঘ্রই হবে লঞ্চ, মিলবে ফ্ল্যাগশিপ চিপসেট, হাই-টেক ক্যামেরা, জানুন কত হবে দাম