200 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung Galaxy Ultra 5G স্মার্টফোনে দেদার ছাড়, সোজা 50 হাজার টাকা সস্তা

Updated on 10-Aug-2025
HIGHLIGHTS

Samsung Galaxy S24 Ultra 5G এর দাম 50,000 টাকা পর্যন্ত সস্তা হয় গেছে

200 মেগাপিক্সেল ক্যামেরা সহ স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ৫জি ফ্ল্যাগশিপ ফোনটি এখন লঞ্চ প্রাইস থেকে অনেকটা কমে পাওয়া যাচ্ছে

গত বছর লঞ্চ হওয়া এই AI ফোনটি 12GB RAM এবং 256GB এর শুরুর ভ্যারিয়্যান্টে কেনা যাবে

Samsung Galaxy S24 Ultra 5G এর দাম 50,000 টাকা পর্যন্ত সস্তা হয় গেছে। 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ৫জি ফ্ল্যাগশিপ ফোনটি এখন লঞ্চ প্রাইস থেকে অনেকটা কমে পাওয়া যাচ্ছে। গত বছর লঞ্চ হওয়া এই AI ফোনটি 12GB RAM এবং 256GB এর শুরুর ভ্যারিয়্যান্টে কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের নতুন দাম এবং অফার সম্পর্কে।

ভারতে Samsung Galaxy S24 Ultra 5G এর নতুন দাম

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ৫জি ফোনটি ই-কমার্স ওয়েবসাইট Amazon এ 97,999 টাকার শুরুর দামে লিস্ট করা। এই ফোনটি 1,34,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছিল। স্যামসাংয়ের ফোনের দামে 33,000 টাকা কমানো হয়েছে। এছাড়া প্রায় 3000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: লঞ্চের আগে Vivo V60 5G স্মার্টফোনের ভারতীয় দাম লিক, 2 ঘন্টা পর্যন্ত জলে থাকলেও হবে না খারাপ

পাশাপাশি, এই ফোনটি Flipkart-এ 81,886 টাকা শুরুর দামে লিস্ট করা। এই ফোনের দাম প্রায় 53,000 টাকা কমানো হয়েছে। পাশাপাশি, ফোনের উপর 5 শতাংশ ক্যাশব্যাক, এক্সচেঞ্জ এবং EMI ও পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ৫জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনে 6.8 ইঞ্চি কোয়াড এইচডি+ ডিসপ্লে রয়েছে, যা 120Hz হাই রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে। এই ফোনটি IP68 রেটিং সহ আসে, যার কারণে ফোনটি জলে ডুবলেও খারাপ হবে না। এর সাথে, কোম্পানি এস-পেন অফার করে, যার মাধ্যমে মাল্টিফাংশন করা যায়। ফোনে টাইটানিয়াম বডি রয়েছে।

গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ৫জি ফোনে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর, যা 12GB পর্যন্ত RAM এবং 512GB স্টোরেজ সহ পেয়ার করা। এতে রয়েছে 5000mAh এর শক্তিশালী ব্যাটারি, 45W ফাস্ট ওয়্যারড চার্জিং সহ। একই সাথে, ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচারও পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনের রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ পাওয়া যাচ্ছে। এতে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়াও 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 12 মেগাপিক্সেল টেলিফটো এবং 10 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 12 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক OneUI তে কাজ করে। এতে গ্যালাক্সি এআই ফিচার দেওয়া।

আরও পড়ুন: এসে গেল 8000mAh ব্যাটারি সহ শক্তিশালী iQOO Turbo 5G স্মার্টফোন, 16GB RAM সহ ফোনের দাম কত জানুন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :