Samsung Galaxy S10, S10 Plus আর Galaxy S10e ফোন গুলি ট্রিপেল ক্যামেরা আর 12GB পর্যন্ত র‍্যামের সঙ্গে লঞ্চ হয়েছে

Samsung Galaxy S10, S10 Plus আর Galaxy S10e ফোন গুলি ট্রিপেল ক্যামেরা আর 12GB পর্যন্ত র‍্যামের সঙ্গে লঞ্চ হয়েছে
HIGHLIGHTS

Samsung Galaxy S10, Galaxy S10 Plus আর Samsung Galaxy S10e মোবাইল ফোনগুলি Dynamic AMOLED ডিসপ্লে, ট্রিপেল ক্যামেরা সেটআপ আর 12GB পর্যন্ত র‍্যামের সঙ্গে 1TB পর্যন্ত স্টোরেজের সঙ্গে আরও দারুন সব ফিচার্সের সঙ্গে লঞ্চ করা হয়েছে

স্যামসাং তাদের সান ফ্রান্সিস্কোর ইভেন্টে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট 2019 য়ে তাদের Samsung Galaxy S10 সিরিজের তিনটি নতুন ফোন লঞ্চ করেছে আর এগুলি হল Samsung Galaxy S10, Galaxy S10 Plus আর Galaxy S10e মোবাইল ফোনের সঙ্গে তাদের ফোল্ডেবেল ফোনও লঞ্চ করেছে আর এই ডিভাইসটি সব দিক থেকে ফোল্ডেবেল করা যায়না।

স্যামসাং গ্যালাক্সি S10+ মোবাইল ফোনটি একটি বড় ডিসপ্লে আর ব্যাটারির সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এছাড়া এই ফোনটিতে আপনারা পাঁচটি ক্যামেরা পাবেন আর ছিট স্ক্রিন আর একটি ছোট ব্যাটারির সঙ্গে এই ফোনটি এসেছে। আর এছাড়া আমরা যদি Samsung Galaxy S10e ফোনের বিষয়ে কথা বলি তবে এটি iPhone Xr য়ের প্রতিযোগী হবে।

Samsung Galaxy S10 আর Samsung Galaxy S10+ Infinity O Dynamic AMOLED ডিসপ্লে আর HDR10+ য়ের সঙ্গে লঞ্চ হয়েছে

আমরা যদি স্যামসাং য়ের গ্যালাক্সি S10+ ফোনটির বিষয়ে কথা বলি তবে এই ফোনে আপনারা এজ-টু-এজ স্ক্রিন পাবেন আর এছাড়া এই ফোনে এজেস ফোল্ড করা যায় আর এই ফোনের স্ক্রিনের ভেতরে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন। আর এই ফোনের ডান দিকের কর্নারে দেখা যাবে Samsung Galaxy S10+ ফোনটিতে আপনারা একটি 6.4 ইঞ্চির এজ ডিসপ্লে পাবেন আর এই ফোনের সঙ্গে আমরা যদি স্যামসাং S10 ফোনের কথা বলি তবে সেই ফোনে আপনারা একটি 6.1 ইঞ্চির স্ক্রিন পাবেন। দুটি ফোন পাঞ্চ হোল ক্যামেরার সঙ্গে এসেছে আর তাই এই দুই ফোনে ইনফিনিটি O ডিসপ্লে দেওয়া হয়েছে।

Samsung Galaxy S10 আর Samsung Galaxy S10+ ক্যামেরা

স্যামসাং এক বছর আগে তাদের ডুয়াল অ্যাপার্চারের স্যামসাং গ্যালাক্সি S9 সিরিজ লঞ্চ করেছিল, আর এবার এমনটা কিছু হ্যনবি। এবার কোম্পানি তাঁদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজে আলট্রা ওয়াইড সেন্সারের সঙ্গে লঞ্চ করেছে। আর আপনাদের বলে রাখি যে দুটি স্যামসাং Galaxy S10+আর Samsung Galaxy S10 য়ে আপনারা একটি 12MP র ক্যামেরা পাবেন আর এর সঙ্গে 16MP র দ্বিতীয় সেন্সার আছে আর এছাড়া এই ফোনে আপনারা একটি 12MP র সেন্সার পাবেন। আর Samsung Galaxy S10+ ফোনে দুটি ক্যামেরা আছে আর এই ফোনে আপনারা একটি 10MP আর একটি 8MP র ক্যামেরা পাবেন আর এই গ্যালাক্সি S10 ফোনে একটি 8MP র আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে।

 Samsung Galaxy S10 আর Samsung Galaxy S10+ য়ের হার্ডওয়্যার আর সফটোয়্যার

আপনাদের বলে রাখি যে স্যামসাং গ্যালাক্সি S10+মোবাইল ফোনে আপনারা একটি 7nm প্রসেসার পাবেন যা Exynos 9820 চিপসেট আর 8GB র‍্যাম আছারা 12GB র‍্যামের ফোনও আছে। আর এছাড়া এই ফোনে স্টোরেজের কথা যদি বলি তবে স্যামসাং গ্যালাক্সি S10 ফোনের বিষয়ে আমরা যদি বলি তবে এই ফোনে একই প্রসেসার দেওয়ায় হয়েছে আর এই ফোনের স্টোরেজকে 8GB র‍্যামের সঙ্গে 512GB পর্যন্ত আর এছাড়া মেমারি এক্সপেন্ড করতে চাইলে মাইক্রো এসডি কার্ডের সাপোর্টও আছে।

Samsung Galaxy S10 আর Samsung galaxy S10+ ফোনের ব্যাটারি

আমরা যদি একটি বড় ভেরিয়েন্ট মানে galaxy S10+ য়ের কথা বলি তবে এই ফোনে আপনারা একটি 4100mAh য়ের ব্যাটারি পাবেন আর সেখানে আমরা যদি S10 ফোনটির কথা বলি তবে এই ফোনে 3400mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই দুটি ফোনের ব্যাটারি ওয়ারলেস চার্জার সাপোর্ট করে।

Samsung Galaxy S10 আর Samsung Galaxy S10+ ফোনের দাম আর অ্যাভেলিবিলিটি

Samsung Galaxy ফোল্ড আর স্যামসাং গ্যালাক্সি S10 5G ফোনকে শো স্টপার বলা যায় তবে আমরা যদি Samsung Galaxy S10 ফোনটির বিষয়ে বলি তবে এই ফোনটিও কিছু কম নয় আর স্যামসাং গ্যালাক্সি S10 ফোনটি আর Samsung Galaxy S10+ফোনের সঙ্গে Samsung Galaxy S10e ফোনটি 21 ফেব্রুয়ারি মানে আজ থেকে প্রি অর্ডার করা যাবে। আর এই ফোন গুলি US য়ে তে 8 মার্চ থেকে বিক্রি করা হবে।

আর আমরা যদি এই ফোনের দামের বিষয়ে বলি তবে আপনাদের বলে রাখি যে Samsung Galaxy S10 মোবাইল ফোনটির দাম 899 ডলার মানে প্রায় 63,900 টাকা আর এছাড়া আমরা যদি Samsung Galaxy S10+ ফোনের বিষয়ে কথা বলি তবে এই ফোনের প্রাথমি দাম 999 ডলার মানে প্রায় 71,000টাকা। আর এর সঙ্গে আমরা যদি Samsung Galaxy S10e ফোনের কথা বলি তবে এই ফোনটির দাম 749.99 ডলার মানে প্রায় 53,300টাকা থেকে শুরু হচ্ছে। আর ভারতে এই Samsung Galaxy S10 সিরিজের ফোন গুলি কবে আসবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo