Samsung Galaxy M36 5G gets rs 500 discount on Amazon Deal
20 হাজারের কম দামে Samsung স্মার্টফোন কিনতে চান, তবে এখানে রয়েছে দুর্দান্ত ডিল। এই দুর্দান্ত ডিলটি Samsung Galaxy M36 5G স্মার্টফোনে পাওয়া যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এম36 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি দেদার ছাড়ে পাওয়া যাচ্ছে। ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসা গ্যালাক্সি এম36 5জি ফোনের ডিল প্রাইস কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম36 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 18,999 টাকা দামে Amazon সাইটে লিস্ট করা। তবে কোম্পানি এতে 500 টাকার কুপন ডিসকাউন্ট অফার করছে। যার পরে গ্যালাক্সি এম36 5জি ফোনের দাম কমে 18,499 টাকা হয় যাবে।
আরও পড়ুন : SIM এক্টিভ রাখতে Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, কলিং, ডেটা সহ মিলবে SMS সুবিধা
এছাড়া কোম্পানি এতে 949 টাকা ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে। পাশাপাশি, গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম36 5জি ফোনে 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া। ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ আসে। প্রসেসর হিসেবে গ্যালাক্সি এম36 5জি ফোনটি Exynos 1380 চিপসেটে কাজ করে।
আরও পড়ুন : E-Aadhaar App : বাড়ি বসেই সহজে হবে আধার কার্ডে নাম, ঠিকানা, মোবাইল নম্বর আপডেট, আসছে নতুন আধার অ্যাপ
ফটোগ্রাফির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এম36 5জি ফোনটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এম36 5জি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টাম হিসেবে ফোনটি Android 15 ভিত্তিক One UI 7 এ কাজ করে। ফোনটি তিনটি কালার অপশনে কেনা যাবে।
আরও পড়ুন : আগামী সপ্তাহে ভারতে আসছে OnePlus 15 স্মাটফোন, কেমন হবে দাম, ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে সহ বাকি ফিচার জানুন