SAMSUNG GALAXY M30 র দাম কমে গেছে পাওয়া যাচ্ছে মাত্র 9,499 টাকায়

HIGHLIGHTS

অ্যামাজনে ফোনটি 9,499 টাকায় পাওয়া যাচ্ছে

তিনটি ভেরিয়েন্টে গ্যালাক্সি M30 পাওয়া যায়

SAMSUNG GALAXY M30 র দাম কমে গেছে পাওয়া যাচ্ছে  মাত্র 9,499 টাকায়

স্যামসাং এই বছরের মার্চ মাসে তাদের গ্যালাক্সি M সিরিজে গ্যালাক্সি M30 ফোনের সঙ্গে এসেছিল। আর এই ফোনের প্রাথমিক দাম 4GB আর 6GB র‍্যামে আসছে আর এই ফোনের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের দামে লঞ্চ করা হয়েছিল। আর এই মডেল অ্যামাজন ইন্ডিয়াতে ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

স্যামসাং গ্যালাক্সি M30 ফোনটি সেপ্টেম্বর মাসে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলের সময়ে 9,999 টাকায় বিক্রি করা হয়েছে আর এবার ইকমার্স স্টোরে এই ফোনটি 9,499 টাকায় এসেছে। আর এই ফোনটি আপনারা নো কস্ট EMIতেও কিনতে পারবেন।

গ্যালাক্সি M30 ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরজের দাম 11,999 টাকা। আর এর সঙ্গে এই ফোনে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ মডেলের দাম 15,999 টাকা। আর এই সব ভেরিয়েন্ট আলাদা আলাদা রঙে পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি M30 ফোনে আপনারা 6.4 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে আর এটি ইনফিনিটি U ডিসপ্লের সঙ্গে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আছে,। আর এই ফোনে আপনারা এক্সিয়ন্স 7904 অক্টা কোর SoC পাবভেন। আর এই ফোনে মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট আছে। আর ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা 13MP র সেন্সার পাবেন, আর এই ফোনের বাকি দুটি ক্যামেরা 5 মেগাপিক্সালের। ফোনে আছে 15W ফাস্ট চার্জ।

ফোনে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর ফেস আনলক ফিচার আছে। আর কানেক্টিভিটির জন্য ডুয়াল সিম স্লট GPS, Wi-Fi  আর 4G LTE  ফিচার্সের সঙ্গে এসেছে।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo