HIGHLIGHTS
স্যামসাং গ্যালাক্সি M10 য়ের দাম 1000 টাকা কমেছে
এটি M সিরিজের প্রথম ফোন
এবার এই ফোনটি 6,990 টাকায় পাওয়া যাবে
ভারতে স্যামসাং M সিরিজের প্রথম বা একদম বেস ভেরিয়েন্টের ফোন হল Samsung Galaxy M10। আর এই ফোনটি এবার দাম কমেছে। এই ফোনটি নতুন দামের সঙ্গে অ্যামাজন ইন্ডিয়াতে দেখা গেছে। স্যামসাং Galaxy M10 ফিনটির দাম 1000 টাকা কমেছে। এই ফোনটি 7,990 টাকায় কেনা যেত, আর এবার এই ফোনের দাম কমার পরে এটি 6,990 টাকায় কেন যাবে।
Surveyএই স্যামসাং ফোনটির দাম 1000 টাকা কমেছে। আর এই ফোনটি এবার 6,990 টাকায় কেনা যাবে। এটি এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম আর এই ফোনটি 2GB র্যাম আর 16GB স্টোরেজে 6,990 টাকায় কেনা যাবে। আর এই ফোনের 3GB র্যাম আর 32GB স্টোরেজের দাম 7,990 টাকা হবে।
স্যামসাং গ্যালাক্সি M10 ফোনটিতে 6.22 ইঞ্চির ইনফিনিটি V TFT HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে এক্সিয়ন্স 7870 SoC আছে। আর এই ফোনটি 2GB/3GB দুটি র্যাম আর 16GB/32Gb দুটি স্টোরেজ অপশানে পাওয়া যাবে।
ক্যামেরার ক্ষেত্রে এই Galaxy M10 ফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত আর এই ফোনে একটি 13MP র প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি 5MP র সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হেয়ছে। আর এই ফোনে ফ্রন্টে একটি 5MP ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 আছে। আর এই ফোনে একটি 3400mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।