শেষ সুযোগ আজ! 11000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 50MP OIS ক্যামেরা সহ Samsung 5G স্মার্টফোন

HIGHLIGHTS

Samsung গত বছর মার্চ মাসে তার দুর্দান্ত মিড রেঞ্জ স্মার্টফোন Galaxy A35 5G ফোন লঞ্চ করেছিল

Flipkart GOAT Sale চলাকালীন জনপ্রিয় স্মার্টফোন Samsung Galaxy A35 5G পুরো 11 হাজার টাকার ছাড়ে বিক্রি হচ্ছে

ফ্লিপকার্ট গোট সেলের আজ 17 জুলাই শেষ দিন, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি সস্তায় কেনা যাবে

শেষ সুযোগ আজ! 11000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 50MP OIS ক্যামেরা সহ Samsung 5G স্মার্টফোন

Samsung গত বছর মার্চ মাসে তার দুর্দান্ত মিড রেঞ্জ স্মার্টফোন Galaxy A35 5G ফোন লঞ্চ করেছিল। মিড বাজেটের আসা এই ফোনটি কম দামে দুর্দান্ত ফিচার এবং প্রিমিয়াম ফিচার অফার করে। এখন Flipkart GOAT Sale চলাকালীন এই জনপ্রিয় স্মার্টফোনগুলি পুরো 11 হাজার টাকার ছাড়ে বিক্রি হচ্ছে। যার পরে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি আরও সস্তা হয় যাবে। বলে দি যে ফ্লিপকার্ট গোট সেলের আজ 17 জুলাই শেষ দিন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনি যদি একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি একটি ভাল বিকল্প হতে পারে। আসুনে জেনে নেওয়া যাক কত টাকা অফারের সাথে গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি কেনা যাবে।

আরও পড়ুন: লঞ্চের আগে 7000mAh ব্যাটারি, 4D কার্ভড ডিসপ্লে সহ Realme 15 Pro স্মার্টফোনের দাম লিক

Samsung Galaxy A35 5G ফোনের নতুন দাম কত

ফ্লিপকার্ট গোট সেল চলাকালীন স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে দেদার ছাড় দেওয়া হচ্ছে। লঞ্চের সময় ফোনের দাম ছিল 30,999 টাকা। কিন্তু এখন এই ফোনে আপনি 11 হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। ছাড়ের পর স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি 19,999 টাকায় বিক্রি হচ্ছে।

Samsung Galaxy A35 5G price drop on Flipkart GOAT sale
Samsung Galaxy A35 5G

এছাড়া গ্রাহকরা Axis Bank Flipkart Debit Card পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়া ফোনে 15300 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।

স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি একটি প্রিমিয়াম লুক এবং পাওয়ারফুল পারফরম্যান্স সহ স্মার্টফোন যা মিড রেঞ্জ ক্যাটাগরি বেশ জনপ্রিয়। এতে 6.6-ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট অফার করে।

পারফরম্যান্সের ক্ষেত্রে গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি Exynos 1380 অক্টাকোর প্রসেসর দেওয়া। ডিভাইসে 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা।

ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া। এর সাথে ফ্রন্টে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া যা পুরো দিন পর্যন্ত চলবে। এতে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে।

আরও পড়ুন: Samsung Galaxy F36 5G ভারতে লঞ্চ কবে, লিক হল ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo