SAMSUNG GALAXY A11 ফোনটি হয়ত অ্যান্ড্রয়েড 10 য়ের সঙ্গে লঞ্চ হবে

SAMSUNG GALAXY A11 ফোনটি হয়ত অ্যান্ড্রয়েড 10 য়ের সঙ্গে লঞ্চ হবে
HIGHLIGHTS

স্যামসাং গ্যালাক্সি A11 ফোনে আপনারা সম্ভবত অ্যান্ড্রয়েড 10 আউট অফ দ্যা বক্স পাবেন

আর এই Galaxy A11 ফোনে আপনারা 32GB র ইন্টারনাল স্টোরেজ পেতে পারেন

এই Galaxy A11 ফোনটি সম্ভত সামনের বছরে লঞ্চ করা হবে

স্যামসাং Galaxy A11 ফোনের বিষয়ে শোনা যাচ্ছে যে এই ফোনে অ্যান্ড্রয়েড 10 আউট অফ দ্যা বক্স থাকবে। আর এই ফোনটি কোম্পানির A সিরিজের পরবর্তী ফোন হিসাবে আসবে। এর আগে এই সিরিজের ফোনে Galaxy A21, Galaxy A51 and the Galaxy A71 লঞ্চ হয়েছে। আর এই ফোনে আপনারা স্যামসাংয়ের আটটি গ্যালাক্সি A সিরিজের ফোন 2020 সালে লঞ্চ হবে। আর এই ফোন গুলি অ্যান্ড্রয়েড 10 য়ের সঙ্গে ওয়ান UI য়ের সঙ্গে আসবে। আর এর সঙ্গে এই আসতে চলা স্যামসাং গ্যালাক্সি A11 ফোনে হয়ত 32GB র স্টোরেজ থাকবে।

SamMobile অনুসারে এই গ্যালাক্সি A11 ফোনটি হয়ত SM-A115 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। আর এই ফোনটি এশিয়া আর আফ্রিকাতে বাজট ডিভাইস হিসাবে আসবে। আর এর সঙ্গে গ্যালাক্সি A51 ফোনটি 32GB র স্টোরেজের সঙ্গে আসবে আর এই ফোনে আপনারা ব্ল্যাক আর সাদা রঙের অপশানে পেতে পারেন। আর এই ফোনটি এর সঙ্গে গ্যালাক্সি A10 ভারতে লঞ্চ করা হয়েছিল।

Samsung Galaxy A11ইউরোপ ইউনিয়ানে ট্রেডমার্ক সার্টিফিকেট পেয়েছে। আর এই সিরিজের ফোনের দাম এই ধরনের হয়ে থাকে Galaxy A21, Galaxy A31, Galaxy A41, Galaxy A51, Galaxy A61, Galaxy A71, Galaxy A81,আর Galaxy A91।

আর স্যামসাং গ্যালাক্সি A51 অনলাইনে এসেছিল আর এটি আসবে বলে মনে হচ্ছে। আর এর আগের লিক অনুসারে এই Samsung Galaxy A51 ফোনটি সম্ভবত 6.5 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে আসবে। আর এর সঙ্গে এই ফোনে থাকতে পারে Exynos 9611 চিপসেট আর যা 6GB র‍্যামের সঙ্গে আসতে পারে। আর এই ফোনে আপনারা পাবেন 128GB র ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনে আপনারা এর সঙ্গে 4000mAh য়ের ব্যাটারি পেতে পারেন। আর এই ফোনটি LED ফ্ল্যাশের সঙ্গে আসতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo