Samsung এর সস্তা স্মার্টফোন Samsung Galaxy A06 5G কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ
আসলে Flipkart সাইটে স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনে দেদার ছাড় দেওয়া হচ্ছে
গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনের দাম 10 হাজার টাকার কম
samsung galaxy a06 5g price drop flipkart offer discount
Samsung এর সস্তা স্মার্টফোন Samsung Galaxy A06 5G কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। আসলে Flipkart সাইটে স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনে দেদার ছাড় দেওয়া হচ্ছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া। সাথে এতে বড় 5000mAh ব্যাটারি রয়েছে। গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনের দাম 10 হাজার টাকার কম। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে এই ফোন।
ভারতে Samsung Galaxy A06 5G ফোনের দাম কত
দামের কথা বললে, গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ মডেলটি 9999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে এখন এটি 9210 টাকায় লিস্ট করা।
এছাড়া ব্যাঙ্ক অফারের কথা বললে, SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় (1000 টাকা পর্যন্ত) পেতে পারেন। যার পরে এই ফোনের দাম কমে 8289 টাকা হয় যাবে। যার মানে এই ফোনটি লঞ্চ দাম থেকে 1710 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। এছাড়া এক্সচেঞ্জ অফারও রয়েছে।
ফিচারের কথা বললে, গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া। এটি 900×1600 পিক্সেল রেজোলিউশন এবং 800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট। এটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করে।
ক্যামেরার ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 8 মেগাপিক্সেল সেলফি শুটার পাওয়া যাবে। পাওয়ার দিতে গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনে 5000mAh ব্যাটারি অফার করা হয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.