Samsung Galaxy S10 Line Up য়ের বিষয়ে লিক সামনে এসেছে

HIGHLIGHTS

আমরা যদি অনলাইন লিকের দিকে খেয়াল রাখি তবে দেখা যাবে যে স্যামসাং গ্যালাক্সি S10 Lite মোবাইল ফোনটিতে একটি 3100mAh য়ের ব্যাটারি থাকবে, আর এর সঙ্গে স্যামসাং গ্যালাক্সি S10 মোবাইল ফোনে একটি 3500mAh য়ের ব্যাটারি আছে আর এর সঙ্গে স্যামসাং galaxy S10 Plus ফোনটিতে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পেতে পারেন

Samsung Galaxy S10 Line Up য়ের বিষয়ে লিক সামনে এসেছে

বৈশিষ্ট্য

  • একটি লিক থেকে জানা গেছে যে স্যামসাং গ্যালাক্সি S10 ফ্যামিলির ফোন গুলি যে ব্যাটারির সঙ্গে লঞ্চ করা হতে পারে।
  • আর মনে করা হচ্ছে যে Samsung Galaxy S10 Lite মোবাইল ফোনটিতে একটি 3100mAh য়ের ব্যাটারি থাকতে পারে।
  • Samsung Galaxy A10 ফোনে একটি 3500mAh য়ের ব্যাটারি থাকতে পারে।
  • আর এছাড়া Samsung Galaxy S10 Plus ফোনে 4000mAh য়ের ব্যাটারি থাকতে পারে।

 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

স্যামসাং গ্যালাক্সি S10 সিরিজ নিয়ে একটি নতুন লিক ইন্টারনেটে দেখা গেছে। আপনাদের বলে রাখি যে Ice Universe টিপস্টারের তরফে করা একটি টুইটে ইমেজ দেখা গেছে। আর এই  তিনিটি মোবাইল ফোন প্রটেক্ট কভার দেখা গেছে। আর এই টুইট অনুসারে স্যামসাং গ্যালাক্সি S10 ফোনের সব থেকে ছোট ভেরিয়েন্ট Samsung Galaxy S10 Lite হেব।আর এই ফোনটিতে আপনারা একটি 5.8 ইঞ্চির স্ক্রিন পাবেন আর এর সঙ্গে এতে 3100mAH য়ের ব্যাটারি থাকতে পারে।

আর এবার আমরা রেগুলার Samsung Galaxy S10 মোবাইল ফোনের বিষয়ে যদি দেখি তবে দেখা যাবে যে পরবর্তী ফোনে একটি 6.1 ইঞ্চির স্ক্রিন পাওয়া যেতে পারে। আর এর সঙ্গে আপনারা এতে একটি 3500mAh য়ের ব্যাটারি পাবেন। আর আপনাদের বলে রাখি যে স্যামসাং গ্যাল্কসি S10 Plus ফোনের বিষয়েও জানা গেছে। আর আপনাদের বলে রাখি যে এই ফোনে একটি 6.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে, আর এই ফোনে আপনারা একটি 4000mAh য়ের ব্যাটারি পেতে পারেন। আর অন্য একটি টুইট অনুসারে জানা গেছে যে S 10 Lite ফোনে স্ন্যাপড্র্যাগন 855 এক্সিয়ন্স 9820 প্রসেসার থাকবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo