Redmi Y2 ফোনটি এবার নতুন MIUI 10 য়ের আপডেট পাবে

Redmi Y2 ফোনটি এবার নতুন MIUI 10 য়ের আপডেট পাবে
HIGHLIGHTS

Redmi Y2 ফোনটি Xiaomi কিছু দিন আগে 9,999টাকা প্রাথমিক দামে লঞ্চ করেছিল আর এবার এটি নতুন MIUI 10 য়ের আন্তর্জাতিক স্টেবেল ROM আপডেট পাচ্ছে

Xaiomi তাদের Redmi Y2 স্মার্টফোনের জন্য MIUI 10 য়ের স্টেবেল ROM আপডেট দিয়েছে। আর কোম্পানি তাদের MIUI ফোরামে এর অফিসিয়াল ঘোষনা করেছে আর ভারতের ইউজার্সরা এই Redmi Y2 ডিভবাসিএর স্টেবেল OTA আপডেট পাওয়া শুরু করেছে।

MIUI 10 য়ের আন্তর্জাতিক স্টেবেল ROM Redmi Y2 য়ের সঙ্গে ভারতে এসেছে। OTA আপডেটের ভার্সান নাম্বার MIUI 10.0.1.0.OEFMIFH আর এর ওজন 501 MB আর এটি আক্সট সিকিউরিটি প্যাচ যুক্ত। আর এই আপডেট অ্যান্ড্রয়েড ওরিও নির্ভর।

এই আপডেটে ফুল স্ক্রিন এক্সপিরিয়েন্স আছে। আর এই আপডেট সব নতুন ফুল স্ক্রিনে জেসচার যুক্ত। আর এই ডিভাইসে ফুল স্ক্রিন মিড জেসচার লঞ্চের সময়ে আছে আর এতে পরিবর্তন হতে পারে। চেঞ্জলগে রিডিজাইন নোটিফিকেশান প্যানেল, রিডিজাইন ভলিউম স্লাইডার, ইম্প্রুভড মাল্টিটাস্কিং ম্যানেজমেন্ট ন্যাচারাল সাউন্ড সিস্টেম আর অন্য কিছু আপডেট আছে।

Redmi Y2 য়ের স্পেক্স

আমরা যদি এই ফোনটির স্পেসিফিকেশান দেখি তবে Redmi Y2 ফোনটিতে 5.99 ইঞ্চির ডিসপ্লে থাকবে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9 আর এটি 720×1440 পিক্সাল রেজিলিউশানের ডিসপ্লে। আর এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 চিপসেট যুক্ত। আর এই ডিভাইসটি 8.1 ওরিও নিরভ MIUI 9.0 তে কাজ করে। আর এই ডিভাইসে 3080mAh য়ের ব্যাটারি আছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনের ব্যাকে 12MP+5MP র ক্যামেরা আছে আর এই ফোনের ফ্রন্টে একটি AI যুক্ত 16MP র ক্যামেরা ছে। আর এই ফোনে একটি সেলফি লাইটও আছে।

কানেক্টিভিটির ক্ষেত্রে এই ফোনে 4G LTE, VoLTE, Wi-Fi 802.11b/g/n, ব্লুটুথ 4.2 আর GPS আছে। আর এই ফোনের মেজারমেন্ট 160.73×77.26×8.1mm আর এর ওজন 170 গ্রাম। এই ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়- এলিগেন্ট গোল্ড, রোজ গোল্ড আর ডার্ক গ্রে।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo