64MP কোয়াড ক্যামেরা আর ইন বিল্ড অ্যালেক্সার সঙ্গে ভারতে এল REDMI NOTE 8 PRO

64MP কোয়াড ক্যামেরা আর ইন বিল্ড অ্যালেক্সার সঙ্গে ভারতে এল REDMI NOTE 8 PRO
HIGHLIGHTS

আজকে Redmi Note 8 আর Redmi Note 8 Pro লঞ্চ হয়েছে

Redmi Note 8 Pro তে আছে বিল্ট ইন অ্যালেক্সা

আজকে শাওমি ভারতে তাদের Redmi Note 8 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। আর এর সগে কোম্পানি Mi Air Purifier 2c, MI UI 11, Redmi Note 8 ও লঞ্চ করেছে। Redmi Note 8 Pro য়ে আছে 64MP র কোয়াড ক্যামের, ইন বিল্ড অ্যালেক্সা, মিডিয়াটেক হেলিও G90T প্রসেসার।

Redmi Note 8 Pro

আজকে লঞ্চ হওয়া Redmi Note 8 Pro ফোনে আছে 64MP ক্যামেরা। আর এই ফোনটি আপনারা তিনটি রঙে কিনতে পারবেন Gamma Green, Halo White আর Shadow Black।

Redmi Note 8 Pro ফোনের চারদিকে আছে কার্ভড রেয়ার গ্লাস ডিজাইন আর এই ফনের ফ্রন্টে আর ব্যাকে আছে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান। আর এই ফোনে আছে ওয়াটার আর ডাস্ট প্রুফ করার জ্য IP522 রেটিং।

আর এই ফোনে আছে 6.5 ইঞ্চির ডট নচ। আর এই ফোনে আপনারা পাবেন 19:5:9 অ্যাস্পেক্ট রেশিও। আর এই ফোনের স্ক্রিন টু বডি রেশিওপ 91.4%।

Redmi Note 8 Pro ফোনে আছে কোয়াড ক্যামের যা 64MP র মেন ক্যামেরা আর এর সঙ্গে এতে 8MP র আল্টড়া ওয়াইড লেন্স। ফোনের 2MP র ম্যাক্রো লেন্স আর 2MP র ডেপথ ক্যামেরা আছে। আর ফোনে ফ্রন্টে সেলফি নেওয়ার জন্য আছে 20MP র মেন ক্যামেরা যা AI ফিচার যুক্ত।

পার্ফর্মেন্সের ক্ষেত্রে এই ফোনে আছে মিডিয়াটেক হেলিও G90T আর এই ফোনে অ্যান্ড্রয়েড 10 নির্ভর MIUI 10 আছে। কোজম্পানি জানিয়েছে যে এই ফোনটি তাড়াতাড়ি MIUI 11 য়ের আপডেট পাবে। গেমিংয়ের জন্য এই ফোনে আছে লিকুইড কুলিং সিস্টেম।

এই ফোনে আছে 6GB LPDDR4X RAM, 64GB আর  128GB UFS 2.1 স্টোরেজ। ফোনে আছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট আর এই ফোনে আপনারা পাবেন 4500mAh য়ের ব্যাটারি আছে যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনে আছে অ্যামাজন অ্যালেক্সা অ্যাসিস্টেন্স। আর এই ফোনে আপআন্রা IR ব্লাস্টারও পাবেন।

Redmi Note 8

Redmi Note 8 ফোনটিতে আপনারা পাবেন 6.3 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আর এই ফোনটি আপনারা চারটি রঙে কিনতে পারবেন- মুন লাইট হোয়াইট, কস্মিক পার্পেল, স্পেস ব্ল্যাক আর নেপচুন ব্লু। এই ডিভাইসে আপনারা পাবেন P2i য়ের কোটিং।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনেও দেওয়া হয়েছে কোয়াড কুয়ামেরা যা 48MP র মেন ক্যামেরার সঙ্গে 8MP র সেকেন্ডারি ক্যামেরা দিয়েছে আর এর সঙ্গে আছে দুটি 2MP র ক্যামেরা। আর ফোনের ফ্রন্টে আছে একটি 13MP র ক্যামেরা।

এই Redmi Note 8 ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 প্রসেসার। আর এই ফোনে আছে অ্যাড্রিনো 610 GPU।  আর এই ফোনে আপনারা পাবেন 4GB तथा 6GB LPDDR4X RAM আর 64GB আর 128GB র স্টোরেজ। আর এই ফোনে আছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড সাপোরট। ফোনের স্টোরেজ 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

আর এই ফোনে আছে 4000mAh য়ের ব্যাটারি যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনে Type C USB পোর্ট আছে।

Redmi Note 8 আর Redmi  Note 8 Pro ফোনের দাম

রেডমি নোট 8 ফোনটি 4GB/64GB ভেরিয়েন্টে 9,999 টাকা, 6GB/128GB ভেরিয়েন্ট 12,999 টাকায় লঞ্চ করা হয়েছে। আর Redmi Note 8 Pro ফোনটির 6GB/64GB র দাম 14,999 টাকা, 6GB/128GB র দাম 15,999 টাকা আর এর সব থেকে বড় ভেরিয়েন্ট 8GB/128GB র দাম 17,999 টাকা করা হয়েছে। আর এই দুটি ফোনই 21 অক্টোবর দুপুর 12টার সময়ে অ্যামাজন ইন্ডিয়া, মি ডট কম আর মি হোম স্টোরে কেনা যাবে।

MIUI 11

শাওমি তাদের এই ইভেন্টে MIUI 11 য়ের কথাও জানিয়েছে আর এর সঙ্গে এও জানায় যে কবে এই MIUI 11 ফোনে আসবে। MIUI 11 অলয়েজ অন, ডায়ানামিল্ক ক্লক, ওয়ালপেপার ক্রাউজাল, ডায়ানামিক ভিডিও ওয়ালপেপার, প্লেটিং ক্যালকুলেটার, কুইক রিপ্লাই আছে আর ইভেন্টে মিন্ট কি বোর্ড বিষয়ে জানানো হয়েছে আর এতে ইংরেজি ছাড়া 25 টি ভারতীয় ভাষা আছে।

Mi Air Purifier 2C

কোম্পানি তাদের Mi Air Purifier 2c লঞ্চ করেছে জার দাম 6,499 টাকা রাখা হয়েছে। আর এটি আজ বিকেল 4 টের সময়ে বিক্রি করা হবে আর এটি অ্যামাজন, ফ্লিপকার্ট, মি হোমে 18 অক্টোবর 12 টার সময়ে কেনা যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo