২ বছর পর নতুন ফিচার সহ Redmi Note 8 2021 লঞ্চ, জেনে নিন ফিচার্স কী কী

২ বছর পর নতুন ফিচার সহ Redmi Note 8 2021 লঞ্চ, জেনে নিন ফিচার্স কী কী
HIGHLIGHTS

রেডমি নোট ৮ ২০২১ ফোনে MediaTek Helio G85 SoC প্রসেসর দেওয়া হয়েছে

Xiaomi তার Redmi Note 8 2021 ফোনটি নেপচুন ব্লু, মুনলাইট হোয়াইট এবং স্পেস ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে

Redmi Note 8 এর আপগ্রেড ভ্যারিয়্যান্ট Redmi Note 8 2021 লঞ্চ করে দিয়েছে Xiaomi

Xiaomi-র Redmi ব্র্যান্ডের জনপ্রিয় স্মার্টফোন Redmi Note 8 এর আপগ্রেড ভ্যারিয়্যান্ট Redmi Note 8 2021 লঞ্চ করে দিয়েছে, যা আরেগ ফোনের চেয়ে আরও ভাল ফিচারের সাথে আনা হয়েছে। রেডমি নোট ৮ ২০২১ এর ডিজাইন সংস্থার আগের ফোনে মতোই, তবে এতে MediaTek Helio G85 SoC প্রসেসর দেওয়া হয়েছে। এটিই এই ফোনের বিশেষত্ব। 2019 সালে সংস্থা রেডমি নোট সিরিজে Redmi Note 8 ফোনটি নচ ডিসপ্লে এবং কোয়াড কোয়াড রিয়ার ক্যামেরার সাথে বাজারে লঞ্চ করেছিল, এবং এখন এই বেস্ট সেলিং স্মার্টফোনটি আরও ভাল প্রসেসরের সাথে লঞ্চ করেছে। আপতত রেডমির এই আপগ্রেড স্মার্টফোনের দাম জানা যায়নি।

Redmi Note 8 এর দাম কত?

শাওমি আগামী দিনে Redmi Note 8 2021 ফোনের দাম প্রকাশ করবে। আপাতত ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। 2019 সালে এই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলটি 9999 টাকায় এবং 6GB + 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট মাত্র 12,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। Xiaomi তার Redmi Note 8 2021 ফোনটি নেপচুন ব্লু, মুনলাইট হোয়াইট এবং স্পেস ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। রেডমির এই ফোনে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আরও অনেক ফিচার রয়েছে।

Redmi Note 8 (2021) Specifications

রেডমির বাজেট স্মার্টফোন Redmi Note 8 (2021) এর ফিচার নিয়ে কথা বললে, এই ফোনে 6.3-ইঞ্চি Full HD+ ডিসপ্লে রয়েছে, যার স্ক্রিন রেজোলিউশন 1080×2340 পিক্সেল। এই ডিসপ্লে 500 nits ব্রাইটনেস এবং অ্যাসপেক্ট রেশিও 19:5:9 সহ আসে। Redmi Note 8 2021 স্মার্টফোনের ডিসপ্লের সুরক্ষার জন্য একটি Corning Gorilla Glass 5 প্রোটেকশন দেওয়া হয়েছে।

MediaTek Helio G85 SoC প্রসেসর এবং Android 11 অপারেটিং সিস্টেমের সাথে এই ফোনে 4,000mAh ব্যাটারি দেওয়া, যা 18W ফাস্ট চার্জিং স্পিড সপোর্ট করে Redmi Note 8 2021। ক্যামেরার কথা বললে, Redmi Note 8 2021 ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা লেন্স, একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 13-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo
Compare items
  • Water Purifier (0)
  • Vacuum Cleaner (0)
  • Air Purifter (0)
  • Microwave Ovens (0)
  • Chimney (0)
Compare
0