REDMI NOTE 7 PRO আর REDMI NOTE 7S দুটি 48MP ক্যামেরা যুক্ত ফোনের পার্থক্য কোথায় ?

HIGHLIGHTS

দুটি ফোনেই 48Mp র ক্যামেরা আছে

দুটি ফোনের র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে পার্থক্য আছে

ফোন দুটিতে 4000mAh য়ের ব্যাটারি আছে

REDMI NOTE 7 PRO আর REDMI NOTE 7S দুটি 48MP  ক্যামেরা যুক্ত ফোনের পার্থক্য কোথায় ?

রেডমি অবশেষে ভারতে তাদের Redmi Note 7 S ফোনটি লঞ্চ করেছে এই ডিভাইসে 48MP র ইয়ামেরা, USB Type C পোর্ট আর 4000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটিতে আপনারা 48MP র ক্যামেরাও পাবেন। আর এর সঙ্গে আপনাদের মনে করিয়ে দি যে Redmi Note 7 pro ফোনেও কিন্তু একই রকমের 48MP র ক্যামেরা আর 4000mAh য়ের ব্যাটারি আছে। তাহলে এবার দেখার যে এই দুই ফোনের মধ্যে পার্থক্য ঠিক কোথায় আর কেমন?

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Redmi Note 7 Pro আর Redmi Note 7s য়ের দাম

ভারতে Redmi Note 7 Pro ফোনটি 4GB/64GB র দাম 13,999 টাকা আর এই ফোনের 6GB/128GB ভেরিয়েন্টটির দাম 16,999 টাকা। আর এই ফোনের দুটি মডেল আপনারা বেশ কিছু আলদা আলাদা কালারে কিনতে পারবেন। এই ফোনটি নেপচুন ব্লু, নেবুলা রেড আর স্পেস ব্ল্যাক কালারে কেনা যাবে আর এই ফোনের প্রথম দুটি রঙে আপনারা গ্রেডিয়েন্ট ফিনিস পাবেন।

Redmi Note 7S ফোনট্রি 3GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 10,999 টাকা আর এই ফোনের 4GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। আর এই ফোনটি 23 মে মি ডট কম মি হোম আর ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। আর এই ফোনটি আপনারা অনিস ব্ল্যাক, সাফায়ার ব্লু আর রুবি রেড কালারে কিনতে পারবেন।

Redmi Note 7 Pro আর Redmi Note 7s য়ের ফিচার্স

আপনাদের বলে রাখি যে Redmi Note 7 Pro আর Redmi Note 7s ফোন দুটি অ্যান্ড্রয়েড পাই MIUI 10 য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এছাড়া এই ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির FHD+1080×234 পিক্সাল ডিসপ্লে পাবেন। আর এই দুতি ফোনেই আপনারা গোরিলা গ্লাস প্রোটেকশান 5 পাবেন। আর Redmi Note 7S ফোনটিতে আপনারা 2.5D কার্ভড ব্যাক পাবেন আর ফ্রন্ট আর ব্যাক প্যানেলে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান পাবেন। আর এই ডিভাইসটি স্প্ল্যাশ প্রুফ করার জন্য P2i ন্যানো কোটিং দেওয়া হয়েছে।

Redmi Note 7 Pro আর Redmi Note 7s ফোনের প্রসেসার, র‍্যাম আর স্টোরেজ

আমরা যদি Redmi Note 7 Pro ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা একটি 11nm য়ের তৈরি অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 পাবেন। আর এই ফোনে 4GB আর6Gb র‍্যামের সঙ্গে এসেছে। আর Redmi Note 7S ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পাবেন এর একটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের আর অন্যটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের। আর এছাড়া এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট দেওয়া হয়েছে।

Redmi Note 7 Pro ফোনটি দেখলে দেখা যাবে যে এই ফোনে 64GB আর 128GB স্টোরেজ দেওয়া হয়েছে আর এদের স্টোরেজ 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

Redmi Note 7 Pro আর Redmi Note 7s ফোনের ক্যামেরা আর ব্যাটারি

Redmi Note 7 Pro ফোনের SONY IMX586 ইমেজ সেন্সারের সঙ্গে 48MP র রেয়ার ক্যামেরা আছে। আর এর সঙ্গে এই ফোনে আনারা 5Mp র ডেপথ সেন্সার পাবেন। আর এর সঙ্গে এই ডিভাইসে 4K ভিডিও রেকর্ডিংও করা যায় ফোনে একটি 13MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর Redmi Note 7S ফোনে আপনারা 48MP র ক্যামেরা পাবেন আর এই ফোনে একটি 5Mp র ক্যামেরা আছে। আর ফোনের ফন্রটে একটি 13MP র ক্যামেরা আছে। দুটি ফোনেই আপনারা 4000mAH য়ের ব্যাটারি পাচ্ছেন, যা কুইক চার্জ 4 সাপোর্ট করে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo