200 মেগাপিক্সেল ক্যামেরা সহ Redmi 5G ফোন 20 হাজারের কম দামে কেনার সুযোগ

Updated on 22-Jul-2025

পাওয়ারফুল ক্যামেরা সহ স্মার্টফোন বাজারে সবেচেয়ে বেশি পছন্দের এবং চাহিদা। কিন্তু বাজেট কম হওয়ার কারণে গ্রাহকদের তাদের পছন্দের স্মার্টফোন ছাড়তে হয়। তবে আমরা এই খবরে একটি এমন ডিল সম্পর্কে বলবো যা কম বাজেটে দুর্দান্ত ক্যামেরা অফার করা হয়। কম দামে দুর্দান্ত 200 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ অফার করে এই ফোন। আমরা কথা বলছি Xiaomi Redmi Note 13 Pro 5G ফোনের। আসুন জেনে নেওয়া যাক রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনের ডিল সম্পর্কে।

ভারতে Redmi Note 13 Pro 5G ফোনের নতুন দাম কত

দামের কথা বললে, রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনের বেস মডেল 128GB ভ্যারিয়্যান্টটি 25999 টাকা দামে লঞ্চ হয়েছিল। তবে এখন এই মডেলটি Flipkart সাইটে 19,699 টাকা দামে লিস্ট করা।

আরও পড়ুন: iQOO Z10R ভারতে 24 জুলাই হবে লঞ্চ, তবে iQOO Z10 থেকে কতটা আলাদা হবে দেখে নিন তুলনা

এছাড়া গ্রাহকরা ফ্লিপকার্ট এক্সিস ক্রেডিট কার্ড পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। যার পরে ফোনের দাম আরও কমে যাবে।

রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ আসে। এতে 6.67 ইঞ্চির বড় ডিসপ্লে রয়েছে যা ভিডিও গেমিং বা ওটিটি দেখার জন্য ভাল বিকল্প হতে পারে। সাথে ফোনটি Snapdragon 7s Gen 2 চিপসেটে কাজ করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনটি 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা OIS সাপোর্ট সহ আসে। এছাড়া এতে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল দুটি সেন্সর পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে রেডমি নোট ১৩ প্রো তে 5100mAh এর দুর্দান্ত ব্যাটারি অফার করা হয়েছে যা একবার চার্জে দিনভর চলবে বলে দাবি করেছে কোম্পানি।

আরও পড়ুন: Samsung Galaxy F36 5G vs Moto G96 5G: 20 হাজার টাকা দামে দুটি নতুন স্মার্টফোন, কোনটি হবে সেরা চয়েজ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :