লঞ্চের আগেই Redmi Note 11 সিরিজের সমস্ত ডিটেল লিক, থাকবে 108MP ক্যামেরা এবং হাই প্রসেসর

লঞ্চের আগেই Redmi Note 11 সিরিজের সমস্ত ডিটেল লিক, থাকবে 108MP ক্যামেরা এবং হাই প্রসেসর
HIGHLIGHTS

Redmi Note 11 সিরিজ চিনের টেক মার্কেটে লঞ্চ করতে চলেছে 28 অক্টোবর

এই সিরিজের ফোনে আসবে Redmi Note 11, Note 11 Pro এবং Note 11 Pro + মডেল

Pro ভ্যারিয়েন্টের মডেলগুলি আসতে পারে 108MP প্রাইমারি ক্যামেরা এবং 4,500mAh ব্যাটারি ফিচারের সঙ্গে

Redmi Note 11 সিরিজ লঞ্চ করতে চলেছে 28 অক্টোবর। এর মধ্যেই শাওমি ব্র্যান্ড এই নতুন সিরিজের Redmi Note 11 Pro স্মার্টফোনের প্রসেসরের স্পেসিফিকেশন ফাঁস করেছে। টিজারে জানা যাচ্ছে যে Redmi Note 11 Pro ডিভাইস আসছে লেটেস্ট অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 920 5G চিপসেটের সাথে। MediaTek এই আগস্টেই লঞ্চ করেছে Dimensity 920 5G প্রসেসর। এখন দেখার বিষয় যে এই লেটেস্ট প্রসেসর কিভাবে Redmi Note 11 Pro মোবাইলকে আরও অভিনব করে তোলে।

Xiaomi ব্র্যান্ড Redmi Note 11 সিরিজের যে টিজার পোস্টার সামনে এনেছে তাতে এই সিরিজের তিনটি স্মার্টফোনের প্রসেসরের স্পেসিফিকেশন কি হতে পারে তা এক্কেবারে কনফার্ম হয়েছে। পোস্টার থেকে জানা গিয়েছে যে Redmi Note 11 মডেল আসতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি 800 (MediaTek Dimensity 800) চিপসেটের সঙ্গে। অন্যদিকে Note 11 Pro মডেলে থাকতে পারে ডাইমেনসিটি 920 SoC চিপসেট (Dimensity 920 SoC)। এছাড়া Note 11 Pro+ ফোন আসতে পারে ডাইমেনসিটি 1200 চিপসেটের সঙ্গে।

শাওমি ব্র্যান্ডের Redmi Note 11 সিরিজের প্রমোশনাল পোস্টার থেকে জানা গিয়েছে যে Note 11 সিরিজের মডেলগুলিতে থাকবে সেমেট্রিকাল স্টেরিও স্পিকার। যার মানে হল এই ডিভাইসগুলির ডানদিক এবং বাঁ দিকের স্পিকার দেবে একই অডিও আউটপুট। যার ফলে ইউজারেরা পাবেন হাই- কোয়ালিটি অডিও এক্সপেরিয়েন্স।

ব্র্যান্ডের তরফে নতুন Redmi Note 11 সিরিজের বিষয়ে এর আগেও বেশ কয়েকটি টিজার পোস্টার শেয়ার করা হয়েছে। যেখান থেকে জানা গেছে যে Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro + মডেল আসবে 120Hz রিফ্রেশ রেটের অ্যামোলয়েড ডিসপ্লের সঙ্গে। অন্যদিকে Pro ভ্যারিয়েন্টের মডেলে থাকতে পারে 108MP প্রাইমারি ক্যামেরা এবং 4,500mAh ব্যাটারি ফিচার।

এই Redmi Note 11 সিরিজের স্মার্টফোন চিনে লঞ্চ করবে 28 অক্টোবর। ভারতে এই ফোন কবে লঞ্চ করবে বা আদৌ করবে কিনা তা জানা যায়নি। তবে রেডমি ব্র্যান্ডের প্রতিটি Note সিরিজের মডেল ভারতের টেক মার্কেটে হাজির হবার পর থেকেই বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে। এই নতুন Redmi Note 11 সিরিজের মডেলগুলির দাম কত হতে পারে তা এখনো জানা যায়নি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo