REDMI K30 5G BIS য়ে দেখা গেছে ভারতে লঞ্চ হতে পারে

REDMI K30 5G BIS য়ে দেখা গেছে ভারতে লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

চিনে আগেই এই ফোনটি লঞ্চ হয়েছে

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ( BIS) য়ে সার্টিফিকেশান পেয়েছে

Redmi K30 5G ফোনটি Redmi K30 স্ট্যান্ডারড এডিশানের সঙ্গে গত বছর চিনে লঞ্চ করা হয়েছিল। আর তাড়াতাড়ি Redmi K30 5G ভারতে লঞ্চ করা হতে পারে। এই স্মার্টফোনটি ভারতে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BS) য়ে সার্টিফিকেশান পেয়েছে। আর BIS য়ে ফোনটি দেখা জাওয়াতে মনে করা হচ্ছে যে এই ফোনটি তাড়াতাড়ি ভারতে আসবে।

9 জানুয়ারি Redmi K30 5G ফোনটি সার্টিফিকেশানে M2001G7AI মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে আর দেখতে হবে যে 5G নেটওয়ার্কে রোল আউট করা হবে কিনা।

Redmi K30 6.67 ইঞ্চির ডিসপ্লে যুক্ত হবে যার রেজিলিউশান 1080 x 2400 পিক্সাল আর এর রিফ্রেশ রেট  120Hz। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 10:9। এইফনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 765 চিপসেট আছে আর এর ইন বিল্ট 5G স্ট্যান্ড অ্যালোন আর নন স্ট্যান্ড অ্যালোন  (SA/NSA) sub-6GHz নেটওয়ার্কে এসেছে। আর অন্য দিকে রেডমি K30 4G ফোনটিতে আছে স্ন্যাপড্র্যাগন 730G চিপসেট।

Redmi K30 ফোনে আপনারা 6GB র‍্যাম আর 8GB র‍্যাম পাবেন। 6GB র‍্যাম অপশানে 64GB স্টোরেজ আর 128GB স্টোরেজ আছে আর সেখানে 8GB র‍্যাম আর 128GB মডেলের সঙ্গে 256GB মডেল্র সঙ্গে দেখা যেতে পারে। আর এই সব মডেল স্টোরেজ মেমারি কার্ডের মাধ্যমে 512GB করা যাবে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 10 নির্ভর MIUI 11 য়ে কাজ করে। আর এই ফোনে হাইব্রিড ডুয়াল সিম স্লট আছে।

আর এবার আমরা Redmi K30 ফোনের ক্যামেরা যদি দেখি তবে এই ফোনে আপনারা 64MP র মেন ক্যামেরা পাবেন আর সঙ্গে 8Mp র একটি ক্যামেরা আর 5Mp; র ম্যাক্রো লেন্সের সঙ্গে এক টি 2Mp র ক্যামেরা। আর এই ফোনে আপনারা 4G মডেলে 5MP র ম্যাক্রো লেন্সের বদলে 2MP র ম্যাক্রো লেন্স পাবেন।

Redmi K30 ফোনে আপনারা সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন আর এই ফোনে 4500mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনে আপনারা 30W ফাস্ট চার্জিং পাবেন যা 4G মডেলে 27W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে এসেছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo