HIGHLIGHTS
ফোনটি স্ন্যাপড্র্যাগন 855 যুক্ত হবে
মোটোরাইজড সেলফি ক্যামেরার সঙ্গে আসবে
ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরার থাকবে
রেডমি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন Redmi K20 লঞ্চ করার ডেট না জানালেও তারা তাদের ফোনের টিজার নিয়ে এসেছে। লেটেস্ট টিজারে ফোনের স্পেশাল ফিচারের বিষয়ে জানা গেছে।
Surveyরিপোর্ট অনুসারে Redmi K20 ফোনটিতে মোটোরাইজড সেলফি ক্যামেরা থাকবে আর যা ফ্রেমের ওপরে আসবে। লিকড ইমেজ আর অফিসিয়াল ভিডিও টিজার থেকে এই বিষয়ে জানা গেছে।
রেডমির জেনারেল ম্যানেজার Lu Weibing তাঁর টাইমলাইনে পোস্ট করে জানিয়েছে আর অন্য ডিটেল জানায়নি। তবে একটি পোস্টে তিনি বলেছেন যে Redmi K20 ফোনটির সঙ্গে অন্য পপ আপ সেলফি ক্যামেরা যুক্ত ফোনের তুলনা করা হলে ভুল হবে। আর তিনি এও বলেন যে টেস্টে পপ আপ সেলফি ক্যামেরা 300,000 বার এক্সিড হয় আর দিনে 100টি সেলফি নিলে ক্যামেরা থেকে বছরের বেশি ব্যাবহার করা যাবে।
Redmi K20 ফোনে স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার, ট্রিপেল রেয়ার ক্যামেরা, OLED ডিসপ্লে আর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারের সঙ্গে লঞ্চ করা হবে। চিনে ফোনটি ঞ্চের পড়ে এই ফোনটি ভারতে আসতে পারে। তবে এই দুটি দেশের কোথাউই ফোন লঞ্চ ডেট বিষয়ে কিছু জানা যায়নি।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।