REALME X50 ফোনটি স্ন্যাপড্র্যাগন 765G চিপস্টের সঙ্গে 7 জানুয়ারি লঞ্চ হতে পারে

REALME X50 ফোনটি স্ন্যাপড্র্যাগন 765G চিপস্টের সঙ্গে 7 জানুয়ারি লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

Realem X50 ভারতে তাড়াতাড়ি লঞ্চ হতে পারে

এই ফোনটি স্ন্যাপড্র্যাগন 765G র সঙ্গে 7 জানুয়ারি আসতে পারে

Realme X50 5G ফোনটি অফিসিয়ালি চিনে 7 জানুয়ারি লঞ্চ করা হতে পারে, আর কোম্পানি এই বিষয়টি নিশ্চিত করেছে।  Realme X50 ব্র্যান্ডের প্রথম 5G স্মার্টফোন হিসবে এটি আসবে যা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 765G চিপসেটের সঙ্গে আসবে। আর Realme X50  ফোনটি কিছু দিন আগে চিনে লঞ্চ করা Xiaomi Redmi K30 5G ফোনের পরে লঞ্চ করা হচ্ছে।

যবে থেকে শাওমি রেডমি K30 লঞ্চ করেছে সেই সময় রিয়েলমি তাদের X50 ফোনের চিনা মাইক্রোব্লগিং পোর্টাল ওয়েবো তে এসেছে। Redmi K30 র মতনই Realme X50 ফোনের ফ্রন্টে ডুয়াল পাঞ্চ হোল স্ক্রিন, স্ন্যাপড্র্যাগন 765G চিপসেট, গ্লাস বডি আর অল নিউ VOOC 4.0 ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে। আর এর সঙ্গে দেখতে হবে যে Realme X50 4G র  সঙ্গে কানেকশান করছে কিনা।

স্ন্যাপড্র্যাগন 765G র সঙ্গে Realme X50 5G ডুয়াল মোড 5G রিড স্মার্টফোন হবে। চিনে এই ডিভাইসটি কম দামে লঞ্চ করা হবে। আর পরবর্তী OPPO Reno 3 Pro 5G আর Redmi K30 Pro 5G এই চিপসেটে চলবে। আর Realme X50 5Gর সঙ্গে টক্কর দেবে Redmi K30 Pro 5G।

একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে Realme X50 5G ফোনে 6.44 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট 90Hz হবে। আর এই ডিভাইসটি Sony IMX686 60 মেগাপিক্সালের সঙ্গে 8 আর দুটি 2 মেগাপিক্সালের ক্যামেরা থাকবে। আর এই ফোনের ফ্রন্টে 32+8 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা থাকার কথা। আর ফোনে 4500mAh য়ের ব্যাটারি থাকবে যা VOOC 4.0 ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির সঙ্গে আসবে। হ্যান্ডসেটে 12GB র‍্যামের সঙ্গে 256GB স্টোরেজ থাকবে।

Realme X50 ফোনের সঙ্গে Realme X50 Youth Edition ও লঞ্চ করা হবে। আর এই ফোনে 6.55 ইঞ্চির IPS LCD 60Hz রিফ্রেশ রেট থাকবে। ডিভাইসে মিডিয়াটেক MT6885 5G SoC থাকার কথা। আর এই ফনের ফ্রন্টে 32MP র ক্যাএম্রা থাকবে। ফোনে 5000mAh য়ের ব্যাটারি থাকবে যা VOOC 4.0 ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করবে। আর  Realme X50 Youth Edition 6GB আর 128 GB স্টোরেজের সঙ্গে আসবে।

Realme X50 5G ফোনটি অফিসিয়ালি চিনে 7 জানুয়ারি লঞ্চ করা হতে পারে, আর কোম্পানি এই বিষয়টি নিশ্চিত করেছে।  Realme X50 ব্র্যান্ডের প্রথম 5G স্মার্টফোন হিসবে এটি আসবে যা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 765G চিপসেটের সঙ্গে আসবে। আর Realme X50  ফোনটি কিছু দিন আগে চিনে লঞ্চ করা Xiaomi Redmi K30 5G ফোনের পরে লঞ্চ করা হচ্ছে।

যবে থেকে শাওমি রেডমি K30 লঞ্চ করেছে সেই সময় রিয়েলমি তাদের X50 ফোনের চিনা মাইক্রোব্লগিং পোর্টাল ওয়েবো তে এসেছে। Redmi K30 র মতনই Realme X50 ফোনের ফ্রন্টে ডুয়াল পাঞ্চ হোল স্ক্রিন, স্ন্যাপড্র্যাগন 765G চিপসেট, গ্লাস বডি আর অল নিউ VOOC 4.0 ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে। আর এর সঙ্গে দেখতে হবে যে Realme X50 4G র  সঙ্গে কানেকশান করছে কিনা।

স্ন্যাপড্র্যাগন 765G র সঙ্গে Realme X50 5G ডুয়াল মোড 5G রিড স্মার্টফোন হবে। চিনে এই ডিভাইসটি কম দামে লঞ্চ করা হবে। আর পরবর্তী OPPO Reno 3 Pro 5G আর Redmi K30 Pro 5G এই চিপসেটে চলবে। আর Realme X50 5Gর সঙ্গে টক্কর দেবে Redmi K30 Pro 5G।

একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে Realme X50 5G ফোনে 6.44 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট 90Hz হবে। আর এই ডিভাইসটি Sony IMX686 60 মেগাপিক্সালের সঙ্গে 8 আর দুটি 2 মেগাপিক্সালের ক্যামেরা থাকবে। আর এই ফোনের ফ্রন্টে 32+8 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা থাকার কথা। আর ফোনে 4500mAh য়ের ব্যাটারি থাকবে যা VOOC 4.0 ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির সঙ্গে আসবে। হ্যান্ডসেটে 12GB র‍্যামের সঙ্গে 256GB স্টোরেজ থাকবে।

Realme X50 ফোনের সঙ্গে Realme X50 Youth Edition ও লঞ্চ করা হবে। আর এই ফোনে 6.55 ইঞ্চির IPS LCD 60Hz রিফ্রেশ রেট থাকবে। ডিভাইসে মিডিয়াটেক MT6885 5G SoC থাকার কথা। আর এই ফনের ফ্রন্টে 32MP র ক্যামেরা থাকবে। ফোনে 5000mAh য়ের ব্যাটারি থাকবে যা VOOC 4.0 ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করবে। আর  Realme X50 Youth Edition 6GB আর 128 GB স্টোরেজের সঙ্গে আসবে।

Digit.in
Logo
Digit.in
Logo