REALME X50 মোবাইল ফোন অফিসিয়ালি লঞ্চ, এটি কি সব থেকে সস্তার 5G ফোন!

REALME X50 মোবাইল ফোন অফিসিয়ালি লঞ্চ, এটি কি সব থেকে সস্তার 5G ফোন!
HIGHLIGHTS

এই ফোনটি লঞ্চের আগে বলা হচ্ছিল যে এই ফোনটি বিশ্বের সব থেকে সস্তার 5G ফোন হবে

আর বাস্তবে তা হয়নি, আর এখন Redmi K30 এই দিকে সবার আগে

Realme X50 5G চিনের বাজারে কোম্পানির প্রথম 5G ফোন হিসাবে লঞ্চ হয়েছে। Realme X50 5G স্পেক্সের দিকে Xiaomi Redmi K30 র সঙ্গে করা টক্কর দিতে পারে, তবে কোম্পানি এই শাওমি ফোনটির দাম জানা জায়নিল Realme X50 5G চিনে 2,499 ইউয়ান থেকে শুরু হচ্ছে আর সেখানে রেডমির 5G ফোনের প্রাথমিক দাম 1,999 ইউয়ান। ফোনে 3.5mm হেডফোন জ্যাক আর ISOCELL GW1 প্রাইমারি সেন্সার আছে। Realme X50 ফোনটি বহুপ্রতীক্ষিত Realme UI য়ের সঙ্গে আসবে আর এই ফোনে অ্যান্ড্রয়েড 10 আছে। আর রিয়েলমি বলেছে যে তাদের Realme 3 Pro এই মাসের শেষের মধ্যে  Realme UI আপডেট পাবে। Realme X50 5G ফোনের USP ডুয়াল মোড 5G সাপোর্ট আর স্ন্যাপড্র্যাগন 765G চিপসেটের সঙ্গে কাজ করে।

Realme X50 5G ফোনের স্পেক্স আর ফিচার্স

Realme X50 ফোনটি একটি দারুন মিড রেঞ্জ ডিভাইস এর দামের জন্য একে এই রেঞ্জে রাখা হয়েছে। এই ফোনে আছে 6.5 ইঞ্চির ফুল HD+IPS LCD ডিসপ্লে/। আর এই ফোনে আছে 120Hz রিফ্রেশ রেট। ফোনে Redmi K30 র মতন ফোনের ওপ এ একটি ডুয়াল পাঞ্চ হোলের কাটআউট দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি IOS LCD প্যানেল আছে রিয়েলমি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে যা ডান দিকে দেওয়া হয়েছে আর কিছুটা এরকমই আমরা Redmi K30 ফোনে দেখেছিলাম।

Realme X50 5G ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 765G চিপসেট যুক্ত আর এই ফোনে 12GB র‍্যাম আর 256GB ইন্টারনাল স্টোরেজ আছে। Realme X50 ফোনটি দুটি ভেরিয়েন্টে এসেছে যা 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ 6GB র‍্যাম 256GB স্টোরেজ, 12GB র‍্যাম 256GB স্টোরেজ আর 12GB র‍্যাম আর 256GB স্টোরেজের সঙ্গে মাস্টার্ড এডিশানে লঞ্চ করা হয়েছে। স্টোরেজের ক্ষেত্রে এই ফোনে মাইক্রো এসডি কার্ড স্লট অপশান নেই। এই ফোনের এটি একটি মাইনাস পয়েন্ট।

আমরা যদি ফোনের ক্যামেরার দিকটি দেখি তবে দেখা যাবে যে ফোনে একটি 64MP র কোয়াড ক্যামেরা আছে যা  Samsung ISOCELL GW1 য়ের আর সেখানে Redmi  ফোনে আছে  64MP Sony IMX686 সেন্সার। Realme X50  ফোনে বাকি যে সেন্সার গুলি আছে তা 2X অপ্টিকাল জুম সাপোর্ট করে আর সঙ্গে 21MP র টেলিফটো শুটার, 119 ডিগ্রির ফিল্ড অফ ভিউয়ের স্নবগে 8MP র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার আর 2MP র ম্যাক্রো সেন্সার আছে। পাঞ্চ হোল কাটআউট ছাড়া স্মার্টফোনের ডিজাইন Realme X2 Pro, Realme X2  আর রিয়েলমির বাকি ফোনের মতন। Realme X50 ফোনটি অ্যান্ড্রয়েড 10 নির্ভর Realme UI, GameBoost আর 30W VOOC 4.0 ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে 4200mAh য়ের ব্যাটারির সঙ্গে এসেছে।

Realme X50 5G স্মার্টফোনের দাম আর প্রাপ্তি

লঞ্চের আগে আসা করা হয়েছিল যে Realme X50 5G  সব থেকে সস্তার 5G স্মার্টফোন হবে আর এবার দেখা গেছে তা নয়। Realme X50 5G  ফোনটির দাম 8GB,128Gb র CNY 2,499 (প্রায় 25,500টাকা, এর 6GB + 256GB মডেলের দাম CNY 2,699 ( প্রায় 27,500 টাকা), আর 12GB + 256GB  মডেলের দাম  CNY 2,999 ( প্রায় 30,500টাকা)। আর শেষে Realme X50 মাস্টার এডিশানের বিষয়ে বলতে হয় যা 12GB RAM আর 256GB ইন্টারনাল স্টোরেজের দাম CNY 3,099 ( প্রায় 31,800টাকা)। আর সেখাএন যদি আমরা Redmi K30 ফোনটি দেখি তবে এর প্রাথমিক দাম 1,99 ইউয়ান মানে 20,500 টাকার কাছাকাছি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo