REALME X2 PRO ফোনটি আজকে ভারতে লঞ্চ হবে এভাবে এর লাইভ স্ট্রিম দেখুন

REALME X2 PRO ফোনটি আজকে ভারতে লঞ্চ হবে এভাবে এর লাইভ স্ট্রিম দেখুন
HIGHLIGHTS

আজকে ভারতে Realme X2 Pro লঞ্চ হবে

এই ফোনটির লঞ্চ ইভেন্ট আপনারা লাইভ দেখতে পারবেন

Realme X2 Pro র ভারতের দাম এখনও জানা জায়নি তবে এই ফোনটি চিনের মতম দামেই লঞ্চ করা হবে বলে মনে হচ্ছে

Realme X2 Pro  ফোনটি আজকে ভারতে লঞ্চ হবে। এর সঙ্গে এই ফোনটি এক মাসে আগে চিনে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটিতে আপনারা পাবেন স্ন্যাপড্র্যাগন 855+ আর এই ফোনটি 90Hz POLED স্ক্রিনের ফোন আর এই ফোনে কোয়াড ক্যামেরা থাকবে বলে জানা গেছে।

আপনাদের এর সঙ্গে এও বলে রাখি যে এই ফোনে আপনারা একটি 64MP র কোয়াড ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এতে আছে 50W VOCC ফাস্ট চার্জিং। আর এই ফোনে আপনারা পাবেন 4000mAh য়ের ব্যাটারি। আর এই ফোনটি মাত্র 33 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। আর এই ফোনে আপনারা 12GB পর্যন্ত র‍্যাম পাবেন আর এর স্টোরেজ 256GB পর্যন্ত হতে পারে।

Realme X2 Pro ফোনের লাইভ স্ট্রিমিং আর প্রি বুকিংয়ের ডিটেলস

Realme X2 Pro ফোনটি ভারতে আজকে দুপুর 12.30P.M য়ে লঞ্চ করা হবে। আর এই ফোনটির লাইভ স্ট্রিমিং আপনারা কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর সোশাল চ্যানেলে গিয়ে দেখা যাবে। আর এর সঙ্গে আপনারা এই ফোনটি কোম্পানির অফিসিয়াল চ্যানেল থেকেও দেখতে পারবেন। আর এই ফোনটির ওয়ার্ল্ড অর্ডার সেলও লাইভ হয়েছে।

Realme X2 Pro  র ভারতে সম্ভাব্য দাম

Realme X2 Pro ফোনটি ভারতে তিনটি আলাদা আলাদা স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আপনারা এই ফোনটি স্পেশাল একটি এডিশানও লঞ্চ করা হয়েছে চিনে। এই ফোনটির 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কোম্পানি চিনে RMB 2,599মানে প্রায় 25,990 টাকায় লঞ্চ করেছে। আর এই ফোনটির 8GB র‍্যাম ভেরিয়েন্টের দাম RMB 2,799 মানে 27,990 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এর সঙ্গে এই ফোনটির 12GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 3,199 মানে প্রায় 31,990 টাকাতে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের স্পেশাল এডিশানটি চিনে 12GB র‍্যাম আর 256GB স্টোরেজে RMB 3,299 মানে 32,990 টাকায় লঞ্চ করা হয়েছে।

Realme X2 Pro ফোনের স্পেক্স আর ফিচার্স

Realme X2 Pro ফোনটি একটি ফ্ল্যাগশিপ ফোন হিসাবে লঞ্চ করা হয়েছে আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855+ পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 6.5 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা FHD+ রেজিলিউশান পাবেন।

এই ফোনটি OnePlus 7 Pro, OnePlus 7Tআর OnePlus 7T Pro র মতন ফোনের মতন রিফ্রেস রেট অয়াবেন। আর এই ফোনে আপনারা একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন যা 50W VOCC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আর এই ফোনে আপনারা কোয়াড ক্যামেরাতে 64MP র মেন ক্যামেরার সঙ্গে একটি 8MP র ক্যামেরা আর একটি 13MP র ক্যামেরা আছে আর এই ফোনে আপনারা একটি 2MP র ডেপথ সেন্সার পাবেন। ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Digit.in
Logo
Digit.in
Logo