7000mAh battery Realme P4 5G gets 3500 rs huge discount
রিয়েলমি আজ ভারতে তার P Series এর দুটি স্মার্টফোন চালু করে দিয়েছে। কোম্পানি এই সিরিজে দুটি ফোন Realme P4 এবং Realme P4 Pro 5G ভারতে লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোনেই 7000mAh ব্যাটারি দেওয়া। এই সিরিজে বেস মডেল হল রিয়েলমি পি৪ ৫জি ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার আমরা এখানে জানাবো।
দামের কথা বললে, রিয়েলমি পি৪ ৫জি ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। রিয়েলমি পি৪ ৫জি ফোনের দাম 18,499 টাকা থেকে শুরু হয়। তবে কোম্পানি লঞ্চ অফারের আওতায় ফোনের বেস মডেলটি 14,999 টাকার শুরুর দামে বিক্রি করবে। বলে দি যে এই অফারে ফোনের বেস মডেলটি 6 টা থেকে রাত 10 পর্যন্ত পাওয়া যাবে। এছাড়া ফোনের প্রথম সেল 25 আগস্ট থেকে শুরু হবে।
আরও পড়ুন: Jio এর পর Airtel ও বন্ধ করে দিল জনপ্রিয় এই সস্তা রিচার্জ প্ল্যান, এখন 50 টাকা বেশি করতে হবে খরচ
গ্রাহকরা প্রথম সেল 25 আগস্টে রিয়েলমি পি৪ ৫জি ফোনে 2500 টাকার ব্যাঙ্ক অফার এবং 1000 টাকার এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে মোট 3500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
ফিচারের কথা বললে, রিয়েলমি পি৪ ৫জি ফোনটি 1080×2392 পিক্সেল রেজোলিউশন সহ 6.77-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া। এটি AMOLED স্ক্রিনে তৈরি করা। এতে থাকছে 144Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট। কোম্পানি এটিকে সনলাইট রেডি স্ক্রিন বলছে কারণ হাই-ব্রাইটনেসের কারণে রোদ্দুরেও ডিসপ্লের কন্টেন্ট সহজে দেখা যাবে।
পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি পি৪ ৫জি ফোনটি মিডিয়াটেক Dimensity 7400 Ultra 5G চিপসেট সহ আসে। এছাড়া মোবাইল গেমিংয়ের ভাল পারফরম্যান্সের জন্য এতে HyperVision AI Chip দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি পি৪ ৫জি ফোনে পাওয়া যাবে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট। এতে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার দিতে এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোন স্টিল গ্রে, ইঞ্জিন ব্লু এবং ফর্জ রেড কালার অপশনে কেনা যাবে।
আরও পড়ুন: লঞ্চ প্রাইস থেকে 10000 টাকা সস্তা হয় গেল Samsung 5G স্মার্টফোন, নতুন দাম জেনে অবাক হয় যাবেন