Realme P3 Pro 5G launched in India with Snapdragon 7s Gen Chip 6000mah battery
Realme P3 Series আজ ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে। কোম্পানি তরফে এই সিরিজে দুটি নতুন ফোন realme P3x এবং realme P3 Pro 5G আনা হয়েছে। স্টাইলিশ লুক এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সহ এই মোবাইল মিড বাজেটে দামে আনা হয়েছে। এখানে আমরা রিয়েলমি পি3 প্রো 5জি ফোনের সম্পর্কে বলবো। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি3 প্রো 5জি ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম কী।
ডিসপ্লে: রিয়েলমি পি3 প্রো 5জি ফোনে 6.83- ইঞ্চির 1.5k ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি কোয়াড কার্ভড স্ক্রিন সহ আসে যা AMOLED প্যানেলে তৈরি করা। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 1500 নিট ব্রাইটনেস পাওয়া যাবে। কোম্পানি এই ফোনে wet touch টেকনোলজি সহ আসে, যার পরে ফোনটি ভেজা হাতেও চালানো যাবে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি পি3 প্রো ফোনটি কোয়ালকম এর Snapdragon 7s Gen 3 অক্টাকোর চিপসেটে কাজ করবে। রিয়েলমি ফোনে 12 জিবি RAM ভার্চুয়াল RAM অফার করেছে। যার মানে ফোনটি 12GB+12GB RAM মিলিয়ে মোট 24 জিবি RAM সহ আসবে।
আরও পড়ুন: 5000 টাকা সস্তা বিক্রি হচ্ছে 32MP সেলফি ক্যামেরা সহ Motorola AI ফোন, জলে পড়লেও নষ্ট হবে না
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি পি3 প্রো ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। ফোনের রিয়ারে 50MP মেইন লেন্স রয়েছে যা Sony IMX896 সেন্সর। সাথে 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রিয়েলমি পি3 প্রো 5জি ফোন 16MP সেলফি ক্যামেরা সাপোর্ট করে।
ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি পি3 প্রো ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারির সাথে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।
মোবাইল গেমিং চলাকালীন ফোনকে ঠান্ডা রাখতে এই ফোনে 6050mm2 vapour chamber দেওয়া হয়েছে। রিয়েলমি পি3 প্রো আর্টিফিসিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি সহ এতে AI erase, best face, motion debulr সহ AI Recording summary, AI writer, Google circle to search এবং AI reply মতো ফিচার পাওয়া যাবে।
রিয়েলমি পি3 প্রো 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ সহ 23,999 টাকায় কেনা যাবে। পাশাপাশি, 256 জিবি স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা রাখা হয়েছে। তবে ফোনের 12 জিবি সহ 256 জিবি স্টোরেজের দাম 26,999 টাকা রাখা হয়েছে।
নতুন রিয়েলমি পি3 প্রো ফোনে কোম্পানি 2000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। রিয়েলমি পি3 প্রো ফোনের বিক্রি 25 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ফোনটি Nebula Glow, Galaxy Purple এবং Saturn Brown কালার অপশনে কেনা যাবে।
আরও পড়ুন: 14 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে OnePlus 5G ফোন, জানুন কোথায় পাবেন এই চমকে দেওয়া অফার