Realme Narzo 80 Lite 5G with 6000mah battery India first sale on 20 June on Amazon
10 হাজার টাকার কম দামে বড় ব্যাটারি সহ স্মাটফোন খুঁজছেন তবে Realme Narzo 80 Lite 5G একটি ভাল বিকল্প হতে পারে। রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনের প্রথম সেল আগামীকাল অর্থাৎ 20 জুন থেকে শুরু হবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি নারজো ৮০ লাইট ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
দামের কথা বললে, রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 10,499 টাকা। এছাড়া 6GB+128GB স্টোরেজ মডেলের দাম 11,499 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: লঞ্চের আগেই ফাঁস হল 7550mAh ব্যাটারি সহ POCO F7 ফোনের দাম, থাকবে Snapdragon 8s Gen 4 চিপসেট
তবে কোম্পানি রিয়েলমি নারজো ৮০ লাইট ফোনের প্রথম সেলে 500 টাকার কুপন ডিসকাউন্ট অফার করছে। যার পরে ফোনের 4GB মডেলটি 9999 টাকায় কেনা যাবে। এটি Amazon সাইট থেকে দুটি কালার অপশনে কেনা যাবে।
ফিচারের কথা বললে, রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে রয়েছে 6.67-ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ আসে। ফোনে 625 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট অফার করা। এটি 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে অটো ফোকস সহ 32 মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরা দেওয়া। এতে AI ফিচারও সাপোর্ট করে।
পাওয়ার দিতে রিয়েলমি ফোনে দেওয়া হয়েছে 6000mAh ব্যাটারি।