Realme Narzo 50 5G এবং Realme Narzo 50 Pro 5G লঞ্চ, কম দামে মিলবে অসাধারণ ফিচার

Realme Narzo 50 5G এবং Realme Narzo 50 Pro 5G লঞ্চ, কম দামে মিলবে অসাধারণ ফিচার
HIGHLIGHTS

Realme Narzo 50 Pro 5G এবং Realme Narzo 50 5G ফোনে এতে মিডিয়াটেক ডাইমেনশন প্রসেসর দেওয়া হয়েছে

Realme Narzo 50 5G ফোনের 4GB RAM / 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 15,999 টাকা

Realme Narzo 50 Pro 5G ফোনের 6GB RAM / 128GB ভ্যারিয়্যান্টের দাম 21,999 টাকা

Realme Narzo 50 Pro 5G এবং Realme Narzo 50 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করা হয়েছে। রিয়েলমির ব্র্যান্ডের নতুন Narzo স্মার্টফোনস আজকের নতুর প্রজন্মের কথা মাথায় রেখে আনা হয়েছে। দুটি ফোনের বিশেষত্ব হল যে এতে মিডিয়াটেক ডাইমেনশন প্রসেসর দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক স্মার্টফোনের দাম এবং ফিচার সম্পর্কে সমস্ত কিছু…

Realme Narzo 50 Pro 5G specifications

ফোনে 6.4-ইঞ্চি ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যা 90Hz রিফ্রেশ রেট এবং 1000 nits ব্রাইটনেস অফার করবে। সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে।

ফোনে MediaTek Dimensity 920 octa-core চিপসেট দেওয়া হয়েছে।

ফোনের পিছনের প্যানেলে 48-মেগাপিক্সেল Samsung S5KGM1ST প্রাইমারি ক্যামেরা সেন্সর, সঙ্গে একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য, গ্রাহকরা একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া।

33W ফাস্ট চার্জ সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনে Bluetooth, Wi-Fi, 5G, 4G LTE, USB Type-C পোর্টের মত ফিচার দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য, ফোনটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যা হার্ট-রেট সেন্সর হিসেবেও কাজ করবে। ফোনে ডলবি অ্যাটমোসের সঙ্গে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।

Realme Narzo 50 Pro 5G

Realme Narzo 50 Pro 5G Price in India

Realme এই ফোনের 6GB RAM / 128GB ভ্যারিয়্যান্টের দাম 21,999 টাকা। 8GB RAM / 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 23,999 টাকা, বিক্রির কথা বললে, ফোনের বিক্রি 26 মে দুপুর 12টায় শুরু হবে।

Realme Narzo 50 5G specifications

ফোনে 6.6-ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে যা 180Hz টাচ স্যাম্পলিং রেট, 90Hz রিফ্রেশ রেট এবং 600nits পিক ব্রাইটনেস অফার করবে। স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 810 অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হয়েছে নারজো 50 5G-তে।

ফোনের পিছনে, একটি 48-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, সাথে একটি মনোক্রোম পোর্ট্রেট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

5000 mAh ব্যাটারি রয়েছে যা 33 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করবে। ফোনটিতে ব্লুটুথ, 5জি, ওয়াই-ফাই, ইউএসবি টাইপ-সি পোর্ট, 4জি এলটিই-এর মতো ফিচার দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Realme Narzo 50 5G Price in India

এই লেটেস্ট Realme মোবাইল ফোনের 4GB RAM / 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 15,999 টাকা। 4GB RAM/128GB মডেলের জন্য 16,999 টাকা এবং 6GB RAM/128GB মডেলের জন্য 17,999 টাকা খরচ করতে হবে। ফোনের বিক্রি শুরু হবে 24 মে দুপুর 12টা থেকে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo