Realme GT 7 smartphone to launch globally on May 27 with MediaTek Dimensity 9400 Chip
Realme GT 7 আগামী 27 মে ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ করা হবে। কোম্পানি আগেই নিশ্চিত করে দিয়েছে যে রিয়েলমি জিটি 7 ফোনে 7000mAh ব্যাটারি সহ 120W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এবার কোম্পানি জানিয়েছে যে রিয়েলমি জিটি৭ ফোনে প্রসেসর হিসেবে MediaTek Dimensity 9400e দেওয়া হবে। চীনের বাজারে রিয়েলমি জিটি ৭ ফোনটি এই বছরের শুরুতে MediaTek Dimensity 9400+ চিপসেট এবং 7200mAh ব্যাটারি সহ আনা হয়ছিল।
কোম্পানি জানিয়েছে যে এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই দেওয়া হবে। এই প্রসেসর X4 প্রাইম কোরে ব্যবহার করা। এবং দাবি করা হয়েছে যে এটি Snapdragon 8 Gen 3 এর সমান প্রসেস নোডে তৈরি করা। রিয়েলমি জানিয়েছে যে জিটি ৭ ফোনে আলাদা এবং জিটি বুস্ট মোড এবং 6 ঘন্টা পর্যন্ত গেমপ্লে করা যাবে।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Vivo এর নতুন V50 Elite Edition, 50MP ট্রিপল ক্যামেরা সহ 50MP সেলফি ক্যামেরা
স্মার্টফোনের প্রোডাক্ট পেজে জানানো হয়েছে যে এটি 6000 নিটস পিক ব্রাইটনেস লেভল সাপোর্ট করবে। চীনে আশা মডেলে কোম্পানি 6.78-ইঞ্চি 144Hz ফুল HD+ OLED ডিসপ্লে সহ 6500 নিট পিক ব্রাইটনেস লেভেল দেওয়া।
রিয়েলমি জিটি ৭ ফোনে 7000mAh ব্যাটারি 120W ওয়্যারড চার্জিং সাপোর্ট সহ আসবে। রিয়েলমির এই লঞ্চ ইভেন্ট ফ্রান্স এর রাজধানী পেরিসে আয়োজিত করা হবে। কোম্পানি জানিয়েছে যে এই স্মার্টফোন সিরিজে GT 7 এবং GT 7T রয়েছে। ভারতে এই স্মার্টফোনের বিক্রি ই-কমার্স Amazon সাইট সহ রিয়েলমি ই-স্টোর এবং রিটেল আউটলেট থেকে করা হবে।
আরও পড়ুন: মাত্র 6499 টাকা দামে ভারতে লঞ্চ হল 5000mAh ব্যাটারি, 12GB পর্যন্ত RAM সহ সস্তা স্মার্টফোন