Realme GT 7 Pro 5G phone price drop over Rs 18000 on Amazon sale
Amazon Great Indian Festival Sale 2025 সেলে দুর্দান্ত ডিল অফার করা হচ্ছে স্মার্টফোনে। সেটি হল Realme GT 7 Pro ফোনের ডিল। রিয়েলমি জিটি ৭ প্রো ফোনটি নভেম্বর 2024 সালে লঞ্চ করা হয়েছিল। এটি লঞ্চের সময় 60 হাজার টাকার শুরুর দামে আনা হয়। তবে এখন অ্যামাজন সেলে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে এই ফোনে। শুধু তাই নয়, কোম্পানি এতে ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের সাথে কুপন ডিসকাউন্টও অফার করছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের ডিলের বিষয়।
রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 59,999 টাকা। তবে 16GB + 512GB মডেলটি 65,999 টাকা দামে লঞ্চ হয়ছিল। এই সেলে দুটি মডেল 10,000 টাকা ছাড়ে লিস্ট করা হয়েছে। ছাড়ের পর ফোনটি 49,999 টাকা দামে বিক্রি হচ্ছে।
শুধু তাই নয়, কোম্পানি এতে 5000 টাকার কুপন 12GB মডেলে এবং 16GB মডেলে 6000 টাকার ডিসকাউন্টও অফার করছে। যার মানে ফোনের উপর সোজা 15000 টাকার ছাড় পাওয়া যাবে। দাম কম হওয়ার পর রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের 12GB মডেলটি 44,999 টাকায় এবং 16GB মডেলটি 49,999 টাকা দামে কেনা যাবে।
এর উপরে যদি আপনি SBI ক্রেডিট কার্ডে পেমেন্টে করেন তবে অতিরিক্ত 2,000 টাকার ছাড় পাওয়া যাবে। যার ফলে দাম কমে 42,999 এবং 47,999 টাকায় নেমে আসবে।
সমস্ত অফার মিলিয়ে বেস ভেরিয়েন্টটি লঞ্চ প্রাইস থেকে 17,000 টাকা কম এবং টপ ভেরিয়েন্টটি 18,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে। রিয়েলমি জিটি ৭ প্রো মার্স অরেঞ্জ এবং গ্যালাক্সি গ্রে রঙে কেনা যাবে।
স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে 6.78-ইঞ্চি 8T LTPO Eco² OLED Plus ডিসপ্লে যার 2600Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট।
প্রসেসর হিসেবে Snapdragon 8 Elite চিপসেটে কাজ করে যা LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ সহ পেয়ার করা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আল্ট্রাসনিক। পাওয়ার দিতে স্মার্টফোনে 120W দ্রুত চার্জিং সাপোর্ট সহ 5800mAh ব্যাটারি অফার করা হয়েছে।
ক্যামেরা সেটআপে থাকছে, রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা (Sony IMX906 সেন্সর) এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 120x হাইব্রিড জুম সহ 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। সামনে, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
আরও পড়ুন: 58000 টাকা সস্তা হল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung ফ্ল্যাগশিপ স্মার্টফোন, জানুন নতুন দাম কত
Disclamer: এই খবরে অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে।