Realme GT 5G স্মার্টফোন লঞ্চ, 12GB RAM এবং 35 মিনিটেই হয়ে যাবে ফুল চার্জ

Realme GT 5G স্মার্টফোন লঞ্চ, 12GB RAM এবং 35 মিনিটেই হয়ে যাবে ফুল চার্জ
HIGHLIGHTS

Realme GT 5G ফোনে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, 12GB পর্যন্ত RAM এবং AMOLED ডিসপ্ল রয়েছে

Realme GT 5G ফোনে 256GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে

Realme GT 5G-র প্রারম্ভিক দাম 449 ইউরো অর্থাৎ প্রায় 39,900 টাকা

Realme তার GT সিরিজের নতুন স্মার্টফোন Realme GT 5G গ্লোবাল লঞ্চ করেছে। Realme GT 5G ফোনে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, 12GB পর্যন্ত RAM এবং 120Hz রিফ্রেশ রেটের সাথে একটি AMOLED ডিসপ্ল রয়েছে। Realme GT 5G ফোনে 256GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া ফোনে এটমস অডিওর সপোর্ট দেওয়া হয়েছে। ফোনের সাথে সংস্থা Realme TechLife রোবট ভ্যাকুয়াম ক্লিনারও লঞ্চ করা হয়েছে, যার প্রতিযোগিতা iRobot Roomba 971 এবং Xiaomi Mi Robot-এর সঙ্গে হবে। সংস্থা তার আপকমিং ল্যাপটপ এবং ট্যাবলেটের টিজার প্রকাশ করেছে, যদিও এটি লঞ্চ সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়েনি।

Realme GT 5G ফোনের দাম

Realme GT 5G-র প্রারম্ভিক দাম 449 ইউরো অর্থাৎ প্রায় 39,900 টাকা। এই দামে 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট কেনা যাবে। তবে 12GB RAM সহ 256GB স্টোরেজের দাম 599 ইউরো অর্থাৎ প্রায় 53,200 টাকা। Realme GT 5 ফোনের বিক্রি পোল্যান্ড, স্পেন, রাশিয়া এবং থাইল্যান্ডের মতো দেশে অ্যামাজন প্রাইম ডে সেল চলাকালীন হবে। ভারতে ফোনের লঞ্চিং সম্পর্কে কোনও খবর নেই।

Realme GT 5G এর স্পেসিফিকেশন

Realme GT 5G ফোনে অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক Realme UI 2.0 দেওয়া হয়েছে। এর বাইরে ফোনে 6.43-ইঞ্চি ফুল HD অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট 120Hz। ফোনে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, 12 জিবি পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।

Realme GT 5G এর ক্যামেরা

ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যাতে প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেল সনি IMX682 সেন্সর। এছাড়া 8 মেগাপিক্সেলের দ্বিতীয় লেন্স ওয়াইড এঙ্গেল এবং তৃতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যার অ্যাপারচার f/2.5 আছে।

Realme GT 5G ব্যাটারি

Realme GT 5G ফোনে কানেক্টিভিটির জন্য 5G, 4G LTE, Wi-Fi 6, ব্লুটুথ, GPS/A-GPS, USB টাইপ-সি পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং 4500mAh ব্যাটারি রয়েছে যা 65W এর ফাস্ট চার্জিং সপোর্ট করে। দাবি করা হচ্ছে যে 35 মিনিটের মধ্যে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে।

Digit.in
Logo
Digit.in
Logo