Realme C73 5G With MediaTek Dimensity 6300 SoC 6000mAh Battery Launched in India Price Specifications
রিয়েলমি চুপিসারে তার বাজেট স্মার্টফোন Realme C73 5G আজ 2 জুন লঞ্চ করে দিয়েছে। 10 হাজার টাকার শুরুর দামে রিয়েলমি সি৭৩ ৫জি ফোনটি অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটে কাজ করে যা 4GB RAM সহ পেয়ার করা। সস্তার এই বাজেট রিয়েলমি ফোনটি 6000mAh বড় ব্যাটারি সহ আসে যা রির্ভাস চার্জিং সাপোর্ট করে। আসুন জেনে নেওয়া যাক ভারতে কত দাম রিয়েলমি সি৭৩ ৫জি ফোনের এবং স্পেসিফিকেশন কী।
দামের কথা বললে, রিয়েলমি সি৭৩ ৫জি ফোনটি ভারতে 10,499 টাকার শুরুর দামে কেনা যাবে। এই দামে ফোনের 4GB+64GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট কেনা যাবে। এছাড়া 4GB+128GB মডেলের দাম 11,499 টাকা। নতুন রিয়েলমি ফোনটি তিনটি কালার Crystal Purple, Jade Green এবং Onyx Black অপশনে কেনা যাবে। গ্রাহকরা অনলাইন শপিং সাইট Flipkart থেকে এই ফোনটি কিনতে পারবেন।
আরও পড়ুন: 5000mAh ব্যাটারি সহ Realme এর সস্তা বাজেট ফোন হল আরও সস্তা, মাত্র 6598 টাকায় কেনার সুযোগ
ফিচারের কথা বললে, রিয়েলমি সি৭৩ ৫জি ফোনটি 6.67-ইঞ্চি HD+ ডিসপ্লে সহ আসে যা আই কাম্ফার্ট সাপোর্ট করে। এটি 120Hz রিফ্রেশ রেট, 625 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া এতে কোম্পানি বেডটাইম মোড ফিচারও অফার করেছে। পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি সি৭৩ ৫জি ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসরে কাজ করে যা 4 জিবি RAM সহ পেয়ার করা। এটি Android 15 ভিত্তিক Realme UI 6 এ চলবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে লেটেস্ট রিয়েলমি ফোনের সাথে পাওয়া যাবে 32 মেগাপিক্সেল GalaxyCore GC32E2 প্রাইমারি সেন্সর সহ অটোক ফোকস সাপোর্ট। এর সাথে একটি সেকেন্ডারি ক্যামেরাও দিয়েছে কোম্পানি তবে এখনও সঠিক লেন্স সম্পর্কে জানায়নি কোম্পানি। ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে রিয়েলমি সি৭৩ ৫জি ফোনটি 6000mAh ব্যাটারি সহ 15W ওয়্যারড চার্জিং এর পাশাপাশি 5W রির্ভাস চার্জিং সাপোর্ট করে। ফোনের সাথে IP64 রেটিং পাওয়া যাবে যা জল এবং ধুল থেকে ফোনকে সুরক্ষিত রাখবে।
আরও পড়ুন: Samsung এর সবচেয়ে পাতলা ফোন Galaxy S25 Edge এর বিক্রি শুরু, প্রথম সেলে 12 হাজার টাকার দেদার ছাড়